আসসালামুআলাইকুম বন্ধুরা! আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করব steemit আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আমি কিভাবে steemit পরিবারের সদস্য হলাম।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...
▪︎Steemit পরিবারে আমি যেভাবে আসি..
Steemit আমি আসি @ibrahim7869 এই ভাইয়ের সহযোগিতায়। তিনি তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন এবং যেখানে বলেছিলেন content, blog তৈরি করে আপলোড করার মাধ্যমে ভালো একটা পরিমাণ ইনকাম করা যায়। সেখান থেকে আমি interested হয় এবং কাজকর্ম শুরু করে দেই এবং আমিও ভালো একটা পরিমাণ টাকা earning করি।
▪︎আমার জীবনে Steemit এর গুরুত্ব:
সর্বপ্রথম আমি আমার পরিচয়টা তুলে ধরতে চাই.... আমি হচ্ছি একজন student. HSC 2nd Year এ পড়াশোনা করি। যেহেতু আমি একজন student সেহেতু আমার টাকা-পয়সা ইনকামের কোন রকম source নেই। আমি সবসময় ভাবতাম কিভাবে নিজের পকেট খরচটা নিজে চালানো যায়। তো তারপরে পেয়ে গেলাম Steemit. এখানে এসে আমার দিনলিপি এবং ব্লগ লেখা শুরু করলাম এবং সেখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম আসতে শুরু করলো। আমার নিজের পকেট খরচটা নিজেই চালাতে পারলাম। যখন নিজে income করলাম তখন নিজের প্রতি নিজেই গর্ববোধ করলাম। এবং আমি আমার অবসর সময়টাকে কাজে লাগিয়ে pocket খরচ manage করতে পারলাম...
যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে content create করে আপলোড করার মাধ্যমে ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে। এখানে কাজ করার জন্য আমি আরো আগ্রহী হয়ে উঠেছে এবং নিয়মিত কাজ করছি।
▪︎নতুনদের উদ্দেশ্যে কিছু কথা:
▪︎আপনি যে কাজটাই করেন না কেন সবসময় আপনার ধৈর্যের প্রয়োজন। সারা জীবন একটা কথা মনে রাখবেন....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*প্রত্যেকটি কাজের জন্য প্রয়োজন ধৈর্য,
ধৈর্যের ফল মিষ্টি হয়,*
এবং আল্লাহ তাআলা ধৈর্যশীল কে ভালোবাসেন♥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thank you all readers.
পরবর্তী পোস্ট এ আবার দেখা হবে..
ততোদিন ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি বিদায় নিচ্ছি
Awesome your post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit