আসসালামু আলাইকুম।
হ্যালো বন্ধুরা,আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি AROUND THE WORLD কমিউনিটিতে "Colour Paper Crafts" প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমে আমি সন্মানীত @tasonya আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
Colour Paper Crafts: ওয়ালমেট:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
কালার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করা খুবই সহজ। আজ আমি এই ওয়ালমেট তৈরি করেছি। আমার এই ওয়ালমেট তৈরি করতে যে সব উপকরণ এবং কিভাবে করতে হয় তার প্রতিটি ধাপ আমি নিচে আলোচনা করেছি। আপনারা চাইলে এরকম সুন্দর একটি ওয়ালমেট খুব সহজে তৈরি পারবেন।
প্রয়োজনীয় উপকরণঃ
১. বিভিন্ন কালারের কাগজ।
২. স্কেল।
৩. কাঁচি।
৪. গাম/আঠা
৫. বড় সাইজের একটি শক্ত কাগজ।
৬. পেন্সিল।
৭. সবুজ কালার পেন।
৮. রাবার।
Cemera:Oppo-A12.
আমার এই ওয়ালমেট তৈরির ধাপসমূহ নিম্নরূপ:
ধাপ-১
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
কালার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি শক্ত কাগজ নিয়েছি। এরপর এই কাগজটি উজ্জ্বল করতে একটি সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়ে ওয়ালমেটের ফ্রেম তৈরি করে নিয়েছি। এবার ওয়ালমেটের ফ্রেমের চারপাশে রঙিন কাগজ লাগিয়ে নিয়েছি। এবার ফ্রেমটিকে সুন্দর করার জন্য ফ্রেমের চারপাশের বাড়তি অংশ গুলো কেটে নিয়েছি।
ধাপ-২
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এরপর আকাশী ও লাল রঙের কাগজ নিয়ে ৬×৬ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে ফুল তৈরি করার জন্য টুকরো করে কেটে নিয়েছি।
ধাপ-৩
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এই টুকরো করে কেটে রাখা কাগজগুলো দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে কাগজটি ভাঁজ করে নিয়েছি। এভাবে আরও কয়েকটি ভাজ করে নেওয়ার পর কাগজটিতে ফুলের পাপড়ির আকৃতি করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এভাবে ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-৪
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এরপর আরো কিছু কাগজ ৪×৪ সেন্টিমিটার ও ৩×৩ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এবার পূর্বের ন্যায় সবগুলো কাগজ দিয়ে ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-৫
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এরপর ফুলদানি তৈরি করার জন্য একটি কাগজ প্রথমে দাগ দিয়ে নিয়েছি। এরপরে এই দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এভাবেই তৈরি করে নিয়েছি কাগজের এই ফুলদানিটি।
ধাপ-৬
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এবার ওয়ালমেট তৈরি করার জন্য পূর্বে তৈরি করে রাখা ফ্রেমটি নিয়েছি। তারপর প্রথমে ফুলদানির আকৃতি করা কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ফ্রেমের উপর। এরপর পেন্সিল দিয়ে কিছু ডালপালা এঁকে নিয়েছি। যাতে পরবর্তীতে ফুল বসাতে কোন প্রকার অসুবিধা না হয়।
ধাপ-৭
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এবার পূর্বে তৈরি করে রাখা ফুলগুলোকে সুন্দর করে গড়ে তোলার জন্য বড় ফুলের উপর ছোট ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এভাবে ফুলগুলোকে ফ্রেমে বসানোর জন্য তৈরি করে নিয়েছি।
ধাপ-৮
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
সবকিছু তৈরি হয়ে যাবার পর আমি ফুল গুলোকে খুব সাবধানে এবং ধীরে ধীরে ফ্রেমের উপর একটি একটি করে বসিয়ে দিয়েছি। এই ফুলগুলো ফ্রেমে বসানোর জন্য আমি আঠা ব্যবহার করেছি।
ধাপ-৯
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
এবার ফুলদানির সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েক টুকরো কাগজ সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি। এরপর আমি এই কাগজের টুকরো গুলো আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। এই ডিজাইন করা কাগজগুলো ফুলদানিতে লাগানোর ফলে ফুলদানির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
ধাপ-১০
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
আমার এই কালার পেপার ওয়ালমেট তৈরির কাজ যখন শেষের দিকে তখন ডালপালা গুলোকে সুন্দর করে তোলার জন্য সবুজ কালির কলম দিয়ে গাঢ় করে এঁকে নিয়েছি। এই সবুজ গাঢ় কালি আমার এই ওয়ালমেটের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এই সবুজ গাঢ় কালির ব্যবহারের পর আমার এই ওয়ালমেট তৈরির কাজ সমাপ্ত হয়েছে। আশা করি আমার এই রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেটটি আপনাদের ভালো লাগবে।
Cc:
@oppongk
@art-bangladesh
@around-theworld
@nevlu123
@narocky71
@mohamad786
@tasonya
Invitation:
@mubdi-technology
@nickjon
@mahir4221
ধন্যবাদ সকলকে।
আমি অনেক মুগ্ধ হয়েছি আপনার কাজ দেখে
Best of lucks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been upvoted by @around-theworld Community Curation Trail.
JOIN WITH US ON DISCORD SERVER:
Post by adding 10% beneficiaries to help increase community SP.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Great photography
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit