my town in 10 pic/ 03/03/2021

in hive-177276 •  4 years ago 

Hello friends how are you? I am a new user and this my first post of town 10 pics.

Let's start my 10pics with some description
এটা আমাদের দাগনভূঞা জিরো পয়েন্ট ।

IMG_20210301_172709.jpg

আমাদের দাগনভূঞা ফাজিল গাট রোডের একটা পিক ।

IMG_20210301_173650.jpg

ফাজিল গাট রোডের একটি ছোট সবজি দোকান। এখানে লাল সাক, কুমড়া, বাদাকপি, পটল ইত্যাদি সবজি পাওয়া যায়।

IMG_20210301_173403.jpg

আমাদের চিনপরিচিত একটি ফল দোকান । এই ফল দোকানে সব দরনের ফল পাওয়া যায় । এই ফল দোকান ফাজিল গাট রোডে অবস্থিত।

IMG_20210301_170728.jpg

এটি একটি ছোট চা দোকান । এই দোকানে পান ও বিক্রি করা হয় । এই দোকান বোর্ড অফিসের সামনে অবস্থিত।

IMG_20210301_172118.jpg

মুন লাইট এগ্রো এ্যাকুয়ারিয়াম । এই দোকানে যে কোনো পাখি অথবা পাখির খাঁচা পাওয়া যাই । আরো মাছের এ্যাকুয়ারিয়াম অথবা বিভিন্ন রং এর মাছ পাওয়া যায়।

IMG_20210301_171937.jpg

দাগনভূঞা গাউছিয়া মাদ্রাসা এটি ফাজিল গাট রোডের মোল্লাবাড়ির ভিতরে অবস্থিত। এই মাদ্রাসার সাথে একটি মসজিদ ও রয়েছে । এই মাদ্রাসার ছাত্রের জন্য অনেক সুবিধা রয়েছে ।

IMG_20210301_172845.jpg

স্টার রেডিসন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল। এ রেস্টুরেন্ট আমাদের ফেনী রোডে অবস্থিত। এ রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায় যেমন বার্গার ,স্যান্ডউইচ,লাচ্ছি ইত্যাদি । এবং এখানে বিয়ের অনুষ্ঠান ও করা হয় ।

IMG_20210301_172339.jpg

এই ব্যনগাড়ি উপর ফুল রেখে ফুল বিক্রি করা হয়। এই বুড়ো চাচা টি, প্রত্যেক দিন এই ব্যনগাড়ি নিয়ে আসে ফুল বিক্রি করার জন্য ।

IMG_20210301_172531.jpg

এখন এই রেস্টুরেন্টের নাম বাহারাইন রেস্টুরেন্ট। আগে এই রেস্টুরেন্টর নাম ছিল হানিফ হোটেল । এখন এই রেষ্টুরেন্টের নাম বাহারাইন রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্ট ও ফাজিল গাট রোডে অবস্থিত।

IMG_20210301_171715.jpg

Thanks for visiting my post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভ আপাতত যা করছো ভালো তবে আরও ভালো করতে হবে। প্রতিটা ফটোর বিস্তারিত আরেকটু বেশি করে লিখতে হবে

আপনার পোস্টটি সুন্দর হয়েছে। চেষ্টা করবেন পিকচার সম্পর্কে একটু বিস্তারিত লেখার।


20210211_110107-01.jpeg

Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.