Hello friends how are you? I am a new user and this my first post of town 10 pics.
Let's start my 10pics with some description
এটা আমাদের দাগনভূঞা জিরো পয়েন্ট ।
আমাদের দাগনভূঞা ফাজিল গাট রোডের একটা পিক ।
ফাজিল গাট রোডের একটি ছোট সবজি দোকান। এখানে লাল সাক, কুমড়া, বাদাকপি, পটল ইত্যাদি সবজি পাওয়া যায়।
আমাদের চিনপরিচিত একটি ফল দোকান । এই ফল দোকানে সব দরনের ফল পাওয়া যায় । এই ফল দোকান ফাজিল গাট রোডে অবস্থিত।
এটি একটি ছোট চা দোকান । এই দোকানে পান ও বিক্রি করা হয় । এই দোকান বোর্ড অফিসের সামনে অবস্থিত।
মুন লাইট এগ্রো এ্যাকুয়ারিয়াম । এই দোকানে যে কোনো পাখি অথবা পাখির খাঁচা পাওয়া যাই । আরো মাছের এ্যাকুয়ারিয়াম অথবা বিভিন্ন রং এর মাছ পাওয়া যায়।
দাগনভূঞা গাউছিয়া মাদ্রাসা এটি ফাজিল গাট রোডের মোল্লাবাড়ির ভিতরে অবস্থিত। এই মাদ্রাসার সাথে একটি মসজিদ ও রয়েছে । এই মাদ্রাসার ছাত্রের জন্য অনেক সুবিধা রয়েছে ।
স্টার রেডিসন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল। এ রেস্টুরেন্ট আমাদের ফেনী রোডে অবস্থিত। এ রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায় যেমন বার্গার ,স্যান্ডউইচ,লাচ্ছি ইত্যাদি । এবং এখানে বিয়ের অনুষ্ঠান ও করা হয় ।
এই ব্যনগাড়ি উপর ফুল রেখে ফুল বিক্রি করা হয়। এই বুড়ো চাচা টি, প্রত্যেক দিন এই ব্যনগাড়ি নিয়ে আসে ফুল বিক্রি করার জন্য ।
এখন এই রেস্টুরেন্টের নাম বাহারাইন রেস্টুরেন্ট। আগে এই রেস্টুরেন্টর নাম ছিল হানিফ হোটেল । এখন এই রেষ্টুরেন্টের নাম বাহারাইন রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্ট ও ফাজিল গাট রোডে অবস্থিত।
শুভ আপাতত যা করছো ভালো তবে আরও ভালো করতে হবে। প্রতিটা ফটোর বিস্তারিত আরেকটু বেশি করে লিখতে হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি সুন্দর হয়েছে। চেষ্টা করবেন পিকচার সম্পর্কে একটু বিস্তারিত লেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit