HWC Contest #38|| POWERUP & WIN WEEK 29 by @pea07 ( 334 SP)

in hive-179660 •  11 months ago 

Power up


21 January 2024
Sunday



Hello to all steemians of this community

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার এ বছরের শুরুর পাওয়ার আপের পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহে এরকম সুন্দর একটি পাওয়ার আপ কনটেস্টের আয়োজন করার জন্য যা আমাদের এই প্ল্যাটফর্মে বেড়ে উঠতে সাহায্য করে।

Pastel Minimalist Happy Birthday Facebook Post_20240121_193214_0000.png

Made with Canva

Total Steem and SP Before Power Up & After Power Up


আমি নিয়মিত পাওয়ার আপ করে থাকি তবে এই মাসে আমার পাওয়ার আপ করতে একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু ফাইনালি আমি এই প্রতিযোগিতার মাধ্যমে আমার পাওয়ার আপ ডিটেলস দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। শুরুতেই আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আমার পাওয়ার আপ করার আগের এসপি এবং পাওয়ার আও করার পরবর্তী এসপি নিয়ে।

iMarkup_20240121_193335.jpg

iMarkup_20240121_193400.jpg


Before power-up
After power-up

এখানে আপনারা দেখতে পারছেন পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালে লিকুইড স্টীম ছিল 334 এবং পাওয়ার আপ করার পরে তা 0 হয়ে যায় কেননা আমি আমার 100% স্টীম পাওয়ার আপ করেছি। পাওয়ার আপ করার আগে আমার এসপি ছিল 10437 এবং পাওয়ার আপ করার পর তা বেড়ে হয় 10771। আমি আমার ছোট ছোট স্টেপের আপের মাধ্যমে এই প্লাটফর্মে আস্তে আস্তে বেড়ে উঠছি। আমার পরবর্তী টার্গেট হলো 3X ডলফিন ক্লাবের সদস্য হওয়া। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।


A tutorial on How to Power Up or Invest Steem


Step-1
iMarkup_20240121_193414.jpgiMarkup_20240121_193436.jpg

পাওয়ার আপ করার জন্য শুরুতেই আমি আমার আমার পোস্টিং কি ব্যবহার করে ওয়ালেটের লগ ইন করি। লগইন করার পর আমি স্টীম লিখার পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করি।


Step-2
iMarkup_20240121_193452.jpgiMarkup_20240121_193510.jpg

সেখানে ৩য় অপশন পাওয়ার আপ দেখায়, আমি সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পর আমাকে কনভার্ট টু স্টিম পাওয়ার অপশনে নিয়ে যায়। যেখানে একটি বক্সে আমার ইউজার আইডি লেখা ছিল এবং অপর একটি বক্সে আমাকে আমার কাঙ্খিত স্টীমের পরিমান লিখতে হয়। যেহেতু আমি আমার সবগুলো স্টিম পাওয়ার আপ করব তাই আমি সেখানে 334 স্টীম লিখে পাওয়ার আপ অপশনে ক্লিক করি।


Step-3

iMarkup_20240121_193551.jpg

এই ধাপে আমার পাওয়ার আপ প্রসেস শেষ করার জন্য প্রাইভেট এক্টিভ কি বয়বহার করতে হয়। আমি প্রাইভেট একটিভ কি ব্যবহার করে আমার পাওয়ার আপ প্রসেসেটি সমাপ্ত করি।


All screenshots are taken by my decice and cropped by iMarkup app

Write the importance of performing powerup.


  • পাওয়া আপের মাধ্যমে আমরা এখানে দীর্ঘদিন কাজ করার জন্য ভোটিং পাওয়ার পাই যার মাধ্যমেও আলাদা রিওয়ার্ড অর্জন করা যায়।

My last word if you want to become a successful steemian on this platform then you have to boost Your power by powering up your steem. Regular power up will help you to grow in this platform. So, keep powering up my dear friends.

Thanks everyone for reading my post

Regard

@pea07

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...