বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং তারপর পরিবারের সকলের সাথে সকালের নাস্তা শেষ করে ফেললাম আমি। বর্তমান সময়ে আমার কোন কাজ নেই। আমি একজন শিক্ষার্থী, কয়েকদিন আগে এসএসসি পাস করেছি। তাই বর্তমানে আমি কলেজে ভর্তি হওয়ার পূর্ব পর্যন্ত বাসায় বসে থাকি। এদিকে আমাদের এলাকায় বন্যার পানি এসেছিল দুইদিন আগে এবং সেই পানি পুনরায় ভাটির টানে চলে গেছে। আমরা সবাই বসে থাকার জন্য বাঁশ দিয়ে একটি টং বানিয়েছিলাম। বন্যার পানিতে টংটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই মিলে সেই টাংটি মেরামত করার জন্যই সারাদিন কাজ করি।
সকাল দশটার দিকে সবাই একত্রিত হয়ে আমরা। তারপর বাঁশঝাড় থেকে তিনটি বাঁশ কেটে নিয়ে আসি। বাঁশ কেটে নিয়ে আমাদের উল্লিখিত গন্তব্যে পৌঁছায়। সেখানে ছোট বড় ৮ থেকে ১০ জন পোলাপান ছিলাম। তাই হাতে হাতে সবাই কাজে লেগে পড়লাম। একসাথে সবাই মিলে কাজ করতে লাগলাম তাই আমাদের টং বানাতে বেশিক্ষণ সময় লাগে নি। দুপুর একটার দিকে আমাদের টং বানানোর কাজ শেষ হয়। এবং সেখানে বসে থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে গোসল করে ফ্রেশ হয়ে নিই আমি। গোসল করার পর ঘরে কিছুক্ষণ বসে থেকে সময় কাটাচ্ছিলাম এবং তখনই ভাত খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমি আবারো বসে থেকে সময় কাটাচ্ছিলাম।
কিছুক্ষণ বসে থাকার পর আমার মামাতো ভাই নুরুন্নবী আসলো তাই আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে আসার পর সে বলল দক্ষিণপাড়া দিয়ে ঘুরে আসবে। তাই আমি প্যান্ট শার্ট পড়ে রেড়ি হয়ে নিলাম। তারপর আমরা তিন চার জন মিলে ঘুরতে গেলাম দক্ষিণপাড়া। দক্ষিণপাড়া ঘুরতে যাওয়ার মূল কাহিনী হচ্ছে বন্যার পানি আসার কারণে সেখানে পরিবেশটা খুব সুন্দর দেখা যায় এবং সেই পরিবেশ উপভোগ করতেই সেখানে যাওয়া। আমরা সেখানে গিয়েছিলাম বিকাল চারটার দিকে এবং সেখান থেকে বাড়িতে আসি সন্ধ্যা সাতটার দিকে। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছিলাম তাই আমার তেমন ক্ষুদা লাগে নি। তার কারণে আমি বসে থেকে কিছুক্ষণ খবর দেখলাম মোবাইলে।
২০ থেকে ৩০ মিনিটের মতো খবর দেখার পর আমি ঘরে এসে খাওয়া দাওয়া করি। সকলের সাথে খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ বাইরে বসে থেকে ঠান্ডা হাওয়াকে উপভোগ করছিলাম। এভাবে রাত দশটা বেজে যায়, তাই আমি আর দেরি না করে ঘুমানোর জন্য ঘরে চলে আসি। আলহামদুলিল্লাহ, এভাবেই আমি আমার আজকে সারাদিন কাজ করি।
আশা করি আমার পোস্টটি পড়ে এবং দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। তাই, আমার পোস্টটি পড়ার জন্য দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। |
---|