গোলাপ ফুলের সৌন্দর্য এবং মুঠোগ্রাফি

in hive-180821 •  3 years ago 

প্রিয় স্টিমবাসি,
আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন ফুলের ব্লগ নিয়ে। সত্যি কথা বলতে ফুল যেটাই হোক না কেন,যেখানেই ফুটবে সেখানেই সৌন্দর্য্য ফুটিয়ে তুলবে।

কথায় আছে, " বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোরে"।

ঠিক তেমনই ফুলকে যেখানেই রাখেন, সেখানেই এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি হয়। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ব্লগ।

IMG_20220502_114231.jpg]()

গোলাপ ফুলের সাথে আমরা সবাই পরিচিত। সবাই গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসাবে চেনে।অর্থাৎ ভালোরবাসার আরেক রঙ হলো লাল।কারণ গোলাপ ফুলের রঙও লাল। সচারাচর লাল রঙের ফুলই বেশি দেখা যায়। লাল রঙ ছাড়াও গোলাপের বিভিন্ন রঙ আছে। যেমন সাদা,কালো,গোলাপি ইত্যাদি।

IMG_20220502_114241.jpg]()

ফুলের কথা বলার আগে জানা যাক এই গোলাপ ফুলের ফটোগ্রাফি কোন যায়গা থেকে করা হয়েছে।কারণ সৌন্দর্য যেখানে জন্মায়,সেই স্থানটার সাথে পরিচিত হওয়াটা বেশি দরকার।

IMG_20220502_114220.jpg]()

বাংলাদেশের ঢাকা শহর থেকে বাসে করে পদ্মা নদীতে ফেরি পার হয়ে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌঁছাতে হবে।তারপর সেখান থেকে কুমারখালি-কুষ্টিয়ার বাসে উঠে কুমারখালিতে নামতে হবে।কুমারখালি হলো কুষ্টিয়া জেলার উপজেলা। কুমারখালির তরুণ মোর গিয়ে ডান হাতে একটা রাস্তা চলে গেছে,সেই রাস্তা ধরে ২ মিনিট হেটে গেলেই আমার এক দিদা বাড়ি। আমার দিদা এই গোলাপ ফুলের চাষাবাদ করে।

IMG_20220502_114213.jpg

IMG_20220502_114220.jpg

আর্থিক সংকটের জন্য গোলাপের বাগান করতে অসুবিধাতে পড়েছে। ভালো পরিমাণ আর্থিক সাহায্য পেলে তার চাষাবাদ প্রক্রিয়া আরও সচল হয়ে উঠবে।
এখন বলি ফুলের কথা। গোলার সব যায়গাতেই হয়। গোলাপের চাষ করতে বেশি কষ্ট না।

IMG_20220502_114224.jpg

যেখানে সেখানে লাগানো যায়। বিশেষ করে সৌখিন মানুষরাই এই গোলাপ ফুল বাড়ির ছাদে লাগায়। আবার বাড়ির উঠানে অথবা বাড়ির আঙিনায় লাইন ধরে লাগায়। যখন এই গোলাপ ফুল ফোটে, তখন পরিবেশকে শোভা মন্ডিত করে।

IMG_20220502_114213.jpg

ফুল সবার প্রিয়। নতুন ফুলের গল্প নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই।

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি গোলাপ ফুল সম্পর্কে চমৎকার ভাবে উপস্থাপন করছেন। তাছাড়া ফুলের ফটোগ্রাফিক গুলো সুন্দর হয়েছে।

Thanks

অসম্ভব সুন্দর ফটোগ্রাফি এবং উপস্থাপনা অনেক সুন্দর ছিল আপনার।