সকল Italy কমিউনিটির সদস্যগন কেমন আছেন। আমি এই কমিউনিটির নতুন সদস্য হতে চাচ্ছি। এবং আমি একজন বাংলাদেশি। আমি আজকে বাঙালি জাতির ঐতিহ্যবাহী বড়া নিয়ে লিখবো, ইনশাল্লাহ।
বড়া হলো গ্রাম বাংলার একটি প্রিয় খাবার। আমি এটি অনেক পছন্দ করি। আমাদের দেশে এটি সুপরিচিত খাবার। আগেকার দিনে এটি সবার খাদ্য তালিকায় যুক্ত করা আবশ্যিক ছিলো। তবে এটি তেলে ভাজা হয়। যার গ্যাসের সমস্যা তাদের বেশি পরিমানে খাওয়া মোটেও ঠিক নয়।
সকল ছবির লোকেশন- https://w3w.co/afterbirth.dodged.trance