সুখ তো নেবে পিছু
ইসমাঈল আল-মাহমুদ ইমরান
শ্রেণি: আলিম ২য় বর্ষ (বিজ্ঞান-ক), রোল: ১৭০
চারদিকে আজ হতাশা শুধু
পাইনা ভেবে কুল
যা ভাবি আর যা করি আজ
সব যে হয়ে যায় ভুল ।
ভুল টাকে আজ সঠিক ভাবি
আর সঠিক টাকে ভুল
ভুলের মাঝে থাকতে থাকতে
ভুলেই গেছি মূল ।
মূলটা হলো কুরআন পড়া
হাদীস পড়া ভালো
অনেক বেশি পড়লে বই
বই-ই দেবে আলো।
পড়তে হবে গড়তে হবে
করতে হবে কিছু
পড়লে তবে দুখ যে যাবে
সুখ তো নেবে পিছু।।