বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রথমেই "World of XPLAR "Community এর প্রতিষ্ঠাতা, এডমিন,এক্সিকিউটিভ, মডারেটর, কুরেটর,কোয়ালিটি কন্ট্রোলার সহ সকল মেম্বার দের জানাই সালাম এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি রইল আদাব।আশা করি সবাই সৃষ্টিকর্তার করুণায় ভালো আছেন।আমিও ভালো আছি।লাখো কোটি শুকরিয়া সেই মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে এখনো জীবিত রেখেছেন এবং যে কারণে এখানে লেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ! আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম(প্রিন্স)। বয়স -৩৪,পেশায় একজন বীমা কর্মী।
বাবা মোঃ মেহেদুল ইসলাম, মা মোছাম্মদঃ আখতার বানু, ছোট ভাই মোঃ তৌফিকুর রহমান জিসান, ভাই বউ মোছাম্মদঃইয়াসমিন আক্তার মুক্তি। বাবা পেশায় একজন কৃষক, মা একজন গৃহিণী।
ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত।আমার এক ছেলে ও এক মেয়ে। দাম্পত্য জীবনে আমরা অনেক সুখি।
শিবরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী শেষ করি। এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় অবস্থিত।
এরপর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস এস সি পাশ করি।
তারপর শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে২০০৭ সালে এইচ এস সি পাস করি।
সংস্কৃতি মনা হিসেবে গিটার বাজাতে ভালোবাসি এবংমাঝে মাঝে বিভিন্ন জাতীয় উৎসবে পারফর্ম করে থাকি।
সময় পেলে পাড়ার ছেলেদের সাথে ক্রিকেটও খেলে থাকি। 🏃♂️
মুসলমান জাতি হিসেবে পাঁচ ওয়াক্ত নামায আদায়ের চেষ্টা করি!🤲