মানব জীবন
কিছু দিন হলো আমার ছোট বোন টার বিয়ে হলো। বিবাহের আকদ হয়েছিলো কোরবানি ঈদের সময়। তাকে উঠিয়ে নেওয়া হয়নি। আমার বোন ঢাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করতো।
এমন সময় তার শ্বশুর মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়। অসুস্থতা হলো ফুসফুসে ঘাঁ।
রোগের ধরন ছিল হঠাৎ নাক-মুখ দিয়ে অবিরাম রক্ত বের হওয়া।
তো হঠাৎ একদিন উনার এমন অবস্থা হয় যে, নাক-মুখ দিয়ে রক্ত যেতে থাকে, এতোই গুরুতর হয় যে, তাকে ISO তে নেওয়া হয়। বার বার তার হার্ড ব্লক হয়ে যাচ্ছিলো। অতপর উনাকে এভাবে চিকিৎসাধীন রাখা হয়। আলহামদুলিল্লাহ কিছু দিন অতিক্রম হলে তিনি সুস্থ হয়ে উঠেন।
কিন্তু এমন মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার কারণে আশংকা হচ্ছিলো যে, যেকোন সময় তিনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন। তাই সকলের পরামর্শ হলো যে দ্রুত আমার বোনকে উঠিয়ে নেওয়া হবে। অতপর তাই হল।
সকলের ব্যাস্ততা থাকা সত্ত্বেও বোনকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হল। পরদিন অলিমা অনুষ্ঠান হল। সিদ্ধান্ত হলো যে দ্রুত কাজ সেরে আমার বোনকে তার শ্বশুর এর কাছে নিয়ে যাওয়া হবে,
(শ্বশুর অবস্থান করছিল ঢাকায়)
এতে সবার আশা পূরণ হবে, বউ শ্বশুরকে দেখবে, শ্বশুর তার ছেলের বউকে দেখবে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠান শেষ করে, বোনকে উনার কাছে নিয়ে যাওয়া হবে।
কিন্তু চির সত্য, যার নাম মৃত্যু তাকে সেই সময় দেইনি। অনুষ্ঠানের দিনেই তিনি ওপারে চলে যান। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তো বলতে চাচ্ছিলাম "মানব জীবন" একটা নির্ধারিত সময়ে বাধা। কতো আশা, কতো স্বপ্ন। সব শেষ হয়ে যায় মূহুর্তের মধ্যেই। এই যে, উপরে কতো আয়োজন চলছিলো তাকে ঘিরে, কিন্তু সব নিমিষেই শেষ হয়ে গেল।
তাই আমাদের ভাষায় বলে।
"আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই"
এটা মানলেও সত্য না মানলেও সত্য।
তাই সবার উচিত ওপারে শান্তিতে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা দরকার। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।
আমাদের সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আগে যাবে কেউ পরে। দুনিয়ায় যখন একবার এসেছি, যেতে সবাইকে হবেই! মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আপনার প্রথম ছবিটি কপিরাইট ফ্রি নয়, আইস্টক সাইট কপিরাইট ফ্রি ছবি দেয়না। সোর্সে গিয়ে দেখেন ছবিতে জলছাপ দেয়া আছে। দ্বিতীয় ছবিটি ঠিক আছে। পরের পোস্ট থেকে অবশ্যই যাচাই-বাছাই করে তারপর ছবি কালেক্ট করবেন।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৃত্যু হলো চিরন্তন সত্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit