পরিচয় পর্ব । বাংলায় তারার মেলা ব্লগ কমিউনিটি । ১০% বেনিফিশিয়ারি হবে @btm-schoolএর জন্য (২৭আগস্ট ২০২২)

in hive-185999 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম , আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। আমি স্টিমিট এর একজন নতুন সদস্য। আমার নাম বিবি মরিয়ম মুনমুন। আমার জন্ম ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের ফেনী জেলায় । বর্তমানে আমি ঢাকা জেলার সরকারি তিতুমির কলেজের অনার্স ২য় বর্ষের একজন শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি নতুন কিছু শিখতে ও জানতে আমার অনেক আগ্রহ। বর্তমানে স্টিমিট প্লাটফর্ম এ কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। আমার ইউজার আইডি @dolon2
301242351_4898916480208574_4026820738351470760_n.jpg

আমার শখ
প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শখ বা ইচ্ছা আছে। এই ইচ্ছা বা শখ এর মাধ্যমে মানুষ তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। আমার জীবনেও তেমন কিছু শখ বা ইচ্ছা আছে। আমার একটি সুপ্ত ইচ্ছা হলো উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমানো। আমি একজন ভ্রমন পিপাসু মানুষ। আমি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমন করতে চাই এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই। এছাড়াও গল্পের বই পড়তে, মেহেদী পরাতে , গান শুনতে এবং আম্মুকে রান্নার কাজে সাহায্য করতে ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে।
IMG-20210122-WA0008.jpg
শখের কাজের মধ্যে একটি

আমার প্রিয় খেলা
খেলাধুলার মধ্যে আমার ইনডোর গেম বেশি ভালো লাগে। ইনডোর গেম এ আমার সবচেয়ে প্রিয় খেলা লুডো। নানুর বাসায় কাজিনদের সাথে অবসরে লুডো খেলা হয়। তাছাড়া বৃষ্টির দিনে লুডো খেলার মজাই আলাদা। ইনডোর গেম এর পাশাপাশি কিছু অউটডোর গেমও ভালো লাগে যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট ।

ক্রিপ্টো সম্বন্ধে আমার ধারনা
ক্রিপ্টো সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। তবে পরিচিত একজন থেকে শোনার পর আমি গুগলে সার্চ করে এইটুকু অবগত হয়েছিলাম যে ক্রিপ্টো কারেন্সি হলো ডিজিটাল কারেন্সি অর্থাৎ মুদ্রাকে গ্লোবালাইজ করা। আশা করি স্টিমিট এ কাজ করতে করতে আমি ক্রিপ্টো সম্পর্কে সম্মক ধারনা লাভ করবো।

আমি স্টিমিট সম্পর্কে কিভাবে শুনেছি
আমার পরিচিত একজন @MD.Amdadul Haqueথেকে আমি সর্বপ্রথম স্টিমিট সম্পর্কে জানি। তিনি আমাকে স্টিমিট থেকে
কিভাবে ইনকাম করতে হয় তার ধারনা দেন। তারপর আমি গুগল এ স্টিমিট কি, কিভাবে এটি শুরু হয়েছে, এই প্লাটফর্ম এ কিভাবে কাজ করা হয়, এই প্লাটফর্মের জনপ্রিয়তা কেমন এই সম্পর্কে জানি। ইউটিউব এ স্টিমিট এর টিউটোরিয়াল গুলো দেখি। স্টিমিট এর ভিডিও গুলো দেখে আমি বুজতে পারি এটি এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা আমাদের প্রতিভা গুলো ফুটিয়ে তুলতে পারি এবং নিজেদের চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারি।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পরিচিত পোস্ট পরে খুবই ভালো লাগলো। অবশ্যই ভালো কিছু হবে ।

  ·  2 years ago (edited)

ধন্যবাদ

আপনার সাথে পরিচিতি হয়ে ভাল লাগল

ধন্যবাদ ভাইয়া

বাংলায় তারার মেলা প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আপনার লেখা অসাধারণ। এখানে প্রাণের ছোঁয়া পাওয়া যায়। শুভকামনা রইল। সামনে এগিয়ে যান।

ধন্যবাদ ভাইয়া

Loading...

আপনার পরিচয় পেয়ে মুগ্ধ হলাম।
আশাকরি একসাথে আমরা অনেক দূর এগিয়ে যাবো।

ইনশাআল্লাহ্‌ ভাইয়া

বাংলায় তারার মেলা তে আপনাকে স্বাগত জানাই। আপনি অনেক সুন্দর লেখেন। ধন্যবাদ।

ধন্যবাদ আপু

আপনার পরিচিত পোস্ট খুবই সুন্দর ছিলো। আমাকে আপনি কি বলতে পারবেন আপনি কার থেকে steemit সম্পর্কে জানতে পেরেছেন। তার নাম মেনশন করে দিয়েন।

জি ভাইয়া !

মরিয়ম আপু আপনার পরিচিত পর্বে আপনার ভিতরে থাকা সুপ্ত অনূভুতি টা ফুটে উঠেছে।