আমার শখের বারান্দায় এক টুকরো সর্গের ফোটোগ্রাফি । ''বাংলায় তারার মেলা''।।১০%@ btm-school

in hive-185999 •  2 years ago 

শখের বারান্দায় এক টুকরো সর্গঃ

বাগান করতে ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে। আমার বড় বাগান না থাকলেও সখের বসে বারান্দায় নিজের প্রিয় কিছু ফুলের গাছ লাগিয়েছি। আজকে আমি আমার প্রিয় ফুলের ফোটোগ্রাফি এবং এই ফুল গুলো সম্পর্কে কিছু তথ্য দিবো।

সর্বপ্রথম আমি যেই ফুলটির কথা লিখবো সেটি হলঃ 'কুঞ্জলতা'
কুঞ্জলতাকে বলা হয় লতা জাতীয় উদ্ভিদের ফুল। এই ফুলটিকে কেউ কেউ তরুলতা, কামলতা, তারালতা বলে থাকে। নেপালী ভাষায় এই ফুলকে বলা হয় 'জয়ন্তি ফুল'। এই গাছটি আমি কিনে এনেছিলাম। এই গাছের বীজ থেকে চারা উৎপন্ন করা যায়।

302527764_2028145530720183_6682332154451599781_n.jpg
(কুঞ্জলতা)

এখন যে ফুলটির কথা বলবো এটি আমার ভীষণ প্রিয় একটি ফুল, ফুলটি হলঃ বাগানবিলাস
বাগানবিলাস আমাদের দেশে গেটফুল নামে পরিচিত। এই ফুলটির গোত্রভিত্তিক নাম হল বউগেনভেলিয়া। এই ফুলটি বিভিন্ন রঙের । এই ফুল গাছটি সর্বপ্রথম দক্ষিন আমেরিকা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে। বাড়ির সামনের সৌন্দর্য বৃদ্ধিতে গেট এর কাছে এই গাছটি লাগানো হয় বলে এটি গেটফুল নামে পরিচিত।

301936475_446246844207011_1341975589413267152_n.jpg
(বাগানবিলাস)

এই ফুলটির নাম হচ্ছেঃ 'পর্তুলিকা'
এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলের ২০০ টিরও বেশি প্রজাতি রয়েছে এবং এটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এই উদ্ভিদের উৎস দক্ষিন আমেরিকায়। হাজার রঙের হওয়ার কারনে এটি দেখতে অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয়।

301536317_639424510878251_8501153959361660326_n.jpg

302656947_1249567779139619_2680729482959602229_n.jpg

303999379_636187134487625_4100024421441230776_n.jpg
(বিভিন্ন রঙের পর্তুলিকা)

এই ফুলটি সবারই অতি পরিচিত একটি ফুল। যাকে আমরা বলিঃ টাইম ফুল
এই ফুলের আরও কিছু নাম আছে যেমন - রোজমস, মেক্সিকান গোলাপ, সূর্য গোলাপ, পর্তুলিকা ইত্যাদি। এই ফুলটি আর্জেন্টিনা , ব্রাজিল ও উরুগুয়েতে চাষ হয়। এই ফুলটি আকর্ষণীয় রঙের জন্য এটি অনেক জনপ্রিয়।

301761774_1090225588272414_2678150326342283161_n.jpg

302231343_753474435929968_3847097341275808579_n.jpg
(টাইম ফুল)

এই ফুলটিও আমাদের সবার পরিচিত ফুল নামঃ জেসমিন(বেলি) ফুল।
সাদা সুগন্ধি জাতীয় ফুলটির আরও একটি নাম আছে। নামটি হল 'মল্লিকা'। এই গাছ উচ্চতায় ১ মিটার হতে পারে। পাতা ঘাড়ও সবুজ অ মসৃণ। গ্রীষ্ম ও বর্ষা কালে এটি থোকায় থোকায় ফোটে। এটির কয়েক প্রকার জাত আছে।

302514651_611816460443352_6597981410700108583_n.jpg
(জেসমিন ফুল)

লজ্জাবতী আমাদের সকলেরেই পরিচিত একটি গাছ। এর পাতা ছোঁয়া মাত্রই বন্ধ হয়ে যায়। অনেকেই জানেন না এই গাছে থোকায় থোকায় খুব সুন্দর বেগুনি রঙের ফুল ধরে। এই ফুলের পাপড়ি খুবি সরু এবং পাতলা।

302180721_519537543268653_3636692925899281901_n.jpg
(লজ্জাবতী ফুল)

আর এই ফুলতো ফুলের রানী গোলাপ। প্রায় সবারই প্রিয় ফুল। এই ফুলেরও অনেক কালার রয়েছে। আমার কাছে যেই গোলাপটি রয়েছে এটিকে বলা হয় 'চায়না রোজ'। যেই গোলাপটি আমরা বিভিন্ন অনুষ্ঠান এ ব্যাবহার করে থাকি এইটা তার বীজ নয়।
302678564_450243807040042_7452634460791665075_n.jpg
(চায়না রোজ)

এই হল আমার ছোট্ট একটি বাগান। যখনই ছুটির দিনে বাসায় আসি আমি আমার গাছ গুলোর পরিচর্যা করি।
ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Flourishing in the sunshine!🌞🌻

আপনার বারান্দায় লাগানো ফুলগুলো অনেক সুন্দর।
দিনে দিনে আরও সুন্দর ও সমৃদ্ধ হোক আপনার ছোট্ট বাগানটি।

জি ভাইয়া আমার একদমি মিনি বাগান
তবে ভালো পরিচর্যার জন্য সবগুলো গাছে ফুল ধরে

শুনে ভালো লাগলো।

দেখে খুব হিংসা হচ্ছে আমার।
যদি আমার এমন ফুল এর বাগান থাকতো আমিও ফটো তুলে দেখিয়ে দিতাম। আজ বাড়িতে ফুল গাছ নেই বলে এমন পোস্ট করতে পারিনা 😥।

  ·  2 years ago (edited)

গাছ লাগাবেন আপনিও। তাহলে আপনিও দিতে পারবেন এমন ফুলের ছবি ।