অরোরা ম্যালিফিসেন্টকে তার ডানা কেমন ছিলো জিজ্ঞেস করলে ম্যালিফিসেন্ট বলল তারও অনেক বড় ডানা ছিলো। সে যখন হাটতো তার ডানা দুটো মাটিতে ঘোষা খেত। সে তার ডানার সাহায্যে আকাশের অনেক উপরে উঠতে পারতো। সে তার ঐদিন গুলো কখনো ভুলতে পারবে না। এই বলে ম্যালিফিসেন্ট অনেক দুঃখ পায়।
অপর দিকে ম্যাইলিফিসেন্টকে স্টিফেন স্বপ্নে দেখা শুরু করলো। অরোরার ১৬ তম জন্মদিন যত কাছে আসছিলো স্টিফিনের ভয় তত বাড়ছিলো। স্টিফেন তার রাজ্যের সকল কামারদের লোহার অস্ত্র বানানোর হুকুম দেয়। কারন ম্যালিফিসেন্টের একমাত্র দুর্বলতা ছিলো লোহা।
মর্সে ঘুরতে ঘুরতে একদিন ম্যালিফিসেন্ট অরোরাকে বলল এই দুনিয়ায় একটি শয়তান আছে। আর আমিও তার থেকে তোমাকে বাঁচাতে পারবো না। অরোরা বলে আমার এখন ১৬ বছর হতে চলেছে। আমি নিজেকে রক্ষা করতে পারবো। আর সে বলে আমি যখন বড় হয়ে যাবো আমি তখন মর্সে এসে তোমার সাথে থাকবো।
ম্যাইলিফিসেন্ট তাকে বলে তার জন্য তোমাকে বড় হতে হবেনা তুমি এখনও পারো আমার সাথে থাকতে। অরোরা এই বেপারে অনেক খুশি হয়ে যায় এবং তার অ্যান্টিদের সাথে এই বেপারে কথা বলতে যায়।
তখন জঙ্গলের রাস্তায় তার একজন রাজপুত্রের সাথে দেখা হয়। তারা দুজন প্রথমবার দেখে একে অপরকে পছন্দ করা শুরু করে। রাজপুত্র রাস্তা হারিয়ে সেখানে চলে এসেছিলো। অরোরা তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং তার নাম জিজ্ঞেস করে। রাজপুত্র উত্তর দেয় তার নাম ফিলিপ। দূর থেকে ম্যালিফিসেন্ট এবং ডিয়েবেল এইসব দেখে । ডিয়েবেল বলে ফিলিপ হয়তো অরোরার এই অভিশাপ ভঙ্গ করতে পারে। তখন ম্যালিফিসেন্ট ডিয়েবেল কে বলে ট্রু লাভ কিস বলে কিছু হয় না । তাই সে অররাকে এই অভিশাপ দেয়।
অরোরা তার বাড়িতে গিয়ে তার আন্টিদের জানায় সে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। কিন্তু তার আন্টিরা তাকে বলে যে তার ১৬ তম জন্মদিনের আগে সে কোথাও যেতে পারবে না। তারা নিজেরাই তার বাবার কাছে তাকে দিয়ে আসবে। কিন্তু অরোরা তার বাবার কথা জানতে পেরে আশ্চর্য হলো। তারপর তারা তাকে অভিশপ্ত হওয়ার কথাও জানিয়ে দেয়। অরোরা এইসব জেনে খুব দুঃখ পেলো এবং সে ম্যালিফিসেন্টের কাছে যায় যাওয়ার পর সে তার অভিশপ্ত হওয়ার কথা বলে । তখন ম্যালিফিসেন্ট তাকে বলল এই অভিশাপ ম্যালিফিসেন্টি তাকে দেয়। সে সব শুনার পর খুব দুঃখ পায়। আর তার বাবার কাছে ফিরে যায়।
(চলবে...)
চলুক... দেখি কতদিন ধরে চলে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না শেষ এর দিকে আর চলবে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেকি! এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষমেষ ছবি পরিবর্তন হল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চলছে চলবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না আর চালাবো না শেষ প্রান্তে চলে আসছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit