এক রাতে অরোরা খবারের জন্য কান্না করলে ডিয়েবেল তার খাবারের ব্যবস্থা করলো এবং তাকে ঘুম পাড়িয়ে দিলো। অরোরার পুরো শৈশব কাল ম্যালিফিসেন্টের সামনে কাটে এবং ম্যালিফিসেন্ট তার খেয়াল রাখে। একদিন খেলতে খেলতে অরোরা ম্যালিফিসেন্টের কাছে চলে আসে। ম্যালিফিসেন্ট তাকে কোলেও তুলে নেয়।
অন্যদিকে স্টিফেন তার সৈন্যদের পাঠায় ম্যালিফিসেন্টের বানানো দেওয়াল ভাঙ্গার জন্য। কিন্তু তারা এই কাজ করতে পারলো না। এর মধ্যে স্টিফেনের স্ত্রী মারা যায়। অরোরা ম্যালিফিসেন্টের কথা মতো সুন্দর রুপের অধিকারী হয়। অরোরা ম্যালিফিসেন্টের সামনেই বড় হয়।
অরোরা বড় হওয়ার পর একদিন ম্যালিফিসেন্টের বানানো দেওয়াল এর কাছে গেলো এবং সে দেওয়ালের পিছনে কি আছে সেটা জানার জন্য কৌতূহলী ছিলো। কিন্তু সৈনিকরা অরোরাকে দেখে ম্যালিফিসেন্ট মনে করে। ম্যালিফিসেন্ট অরোরার উপর জাদু করে তাকে অজ্ঞান করে দেয় এবং সৈনিকদের সাথে যুদ্ধ করে। তারপর সে অরোরাকে মর্সে নিয়ে যায়। তারপর সে অরোরার উপর থেকে জাদু কাটিয়ে নেয়। অরোরা তাকিয়ে দেখে তার চারপাশে অদ্ভত সৌন্দর্য । সে এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়।
তারপর অরোরা ম্যালিফিসেন্টকে বলে সে জানে ম্যালিফিসেন্ট তার গড মাদার এবং সে সবসময় তার খেয়াল রেখেছিলো। সে আরো বলে সে জানে ম্যালিফিসেন্ট সবসময় তার পাশে ছায়ার মতো ছিলো এবং সে ডিয়েবেল কে চিনতে পেরেছে। অরোরার মর্সে ক্রিয়েচারদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর ম্যালিফিসেন্ট তাকে খেয়াল রাখতে রাখতে অনেক ভালোবেসে ফেলে।
তাই ম্যালিফিসেন্ট একরাতে তার দেওয়া অভিশাপ তুলে নিতে চায়। কিন্তু সে তার সব শক্তি দিয়ে চেষ্টা করার পরও অভিশাপ তুলতে পারলো না। তার দেওয়া অভিশাপ পুরন হবেই। একদিন অরোরা আর ম্যালিফিসেন্ট জঙ্গল এ ঘুরাঘুরি করছিলো তখন অরোরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করলো তোমার ডানা কোথায়। সকল পরীর ডানা থাকে তারা উড়তে পারে।
ম্যালিফিসেন্ট তাকে বলে তারও একদিন ডানা ছিলো সেগুলো একটি মানুষ চুরি করে নিয়ে যায়। অরোরা তার ডানা কেমন ছিলো জানতে চাইলে ম্যালিফিসেন্টন তাকে বলে......
(চলবে...)
ভালোই স্ট্র্যাটেজি নিয়েছেন বুঝতে পারছি! 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমোজির অভাব তাই লিখে দিচ্ছি- হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😁😁😁😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবি ভালভাবে এগিয়ে যাচ্ছে দেখি গল্প। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit