আজ সকালে এক ব্যাগ রক্ত এক অসহায় রোগীর দান করার ঘটনা ১০% @btm-school [ ০৩-০৯-২০২২ ]

in hive-185999 •  2 years ago  (edited)

রক্ত <<
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, একজন তিন বার ফোন দিয়েছে, তারপর আমি ফোন ব্যাক করলাম, তার সাথে কথা হল সে একটু কান্না কান্না ভাব. আমি সম্পন্ন কথা শুনলাম, যে কি হয়েছে, সে বলল তার স্ত্রীর ১ মাস আগে সিজার করা হয়েছিল এখন তার পেটের ভিতর একটু প্রবলেম হয়েছে এজন্য এক ব্যাগ রক্ত লাগবে, সে বলল আজ দুই দিন ধরে রক্ত খুজতেছি কিন্তু কোথাও পাচ্ছে না। তারপর আমি বললাম আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রক্তটা ম্যানেজ করে আপনাদের দেয়ার চেষ্টা করব, তারপর আমি বেশ কয়েকজনের ফোন দিলাম কিন্তু পেলাম না পরে এক ভাইয়ের কাছে ফোন দিলাম সে ভাইয়া বললো, যে আমার AB+ পজিটিভ রক্ত > তাহলে ভাইয়ের সাথে কথা হল,

WhatsApp Image 2022-09-03 at 2.51.31 PM.jpeg

সে কখন দিতে পারবে ভাইয়া বলল আমি দুইটা থেকে তিনটার ভিতর দিতে পারবো। ভাইয়া চাকরি করে তো এজন্য ওই টাইমে ছুটি আছে । আমি ওই টাইমে দিতে পারবো। তারপরে যেই কথা সেই কাজ দুইটার পরে নিয়ে গেলাম খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার ভিতরে রাবেয়া হাসপাতালে রক্ত দিতে গেলাম >

WhatsApp Image 2022-09-03 at 2.51.30 PM.jpeg

আলহামদুলিল্লাহ যাদের রক্ত দিতে গিয়েছিলাম তাদের ব্যবহার খুব সুন্দর এবং যে হসপিটালে রক্ত দিতে গিয়েছিলাম সেখানকার ডাক্তার এবং নার্স সবাই ব্যবহার খুব ভালো এবং সেখানে রক্ত দিতে খুব মজা পেয়েছি। রক্ত নেওয়ার জন্য যখন শুই শরীরে পুশ করে সেই টাইম থেকে এক ব্যাগ রক্ত পরিপূর্ণ হতে 2 মিনিট 45 সেকেন্ড লেগেছে খুব তাড়াতাড়ি এক ব্যাগ রক্ত পরিপূর্ণ হয়ে যায় তারপর আমি নিজে থেকে ওই রক্তের সম্পন্ন কাজ শেষ করে রোগীর শরীরে রক্ত টা পুশ করি। রক্ত দিবার পর নিজের ভিতর অনেক ভালো লাগা কাজ করছিল , আমি বলে বুঝতে পারব না। তারপর আমার সাথে যে ভাইয়া গেছিলো তারে একটু নাস্তা করিয়ে একটু ফল কিনে গাড়ি ভাড়া দিয়ে তার বাসায় পাঠিয়ে দিই এবং আমার সংগঠনে রিপোর্ট পাঠিয়ে দিই > যে আজ এক ব্যাগ AB+ রক্ত ডোনেট হয়েছে >

WhatsApp Image 2022-09-03 at 2.51.02 PM.jpeg

আপনারা যারা রক্ত দিতে ভয় পান > তাদের উদ্দেশ্যে বলি রক্ত দিতে কোন ভয় পাবেন না কারণ এমন একদিন আসতে পারে, যে আপনার পরিবারের ভিতরে আপনার মা বা বোন যেকোনো লোকের রক্ত লাগতে পারে > আপনার একটু সাহসের জন্য একটা জীবন বেঁচে যেতে পারে > সর্বশেষ কথা আপনারা সবাই আমার জন্য এবং আমার সংগঠনের জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আপনারা ভালো কাজের সাথে থাকতে পারেন এই দোয়াই করি এবং আমার পাশে থাকলে অনেক খুশি হবো।

WhatsApp Image 2022-09-03 at 2.59.23 PM.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রক্তদান নিঃসন্দেহে একটা মহৎ কাজ।
এবং আপনি এই মহৎ কাজের সাথেই জড়িত, অনেক ভাল কাজ করছেন আপনি।

কিন্তু আপনার ঘটনার বর্ণনা এবং লেখার গাথুনি আরেকটু সুন্দর করতে হবে। আপনি লিখতে লিখতে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি অন্য সবার লেখা পড়বেন। তারা কিভাবে লেখে সেটা দেখবেন। এভাবেই আস্তে আস্তে বুঝে যাবেন নিশ্চয়ই।

শুভ কামনা থাকলো আপনার জন্য।

Thanks vaijan > In sha allah

অনেক ভালো একটা কাজ করেছেন ভাই আপনি।
এমন ভাবে সবাইকে হেল্প করবেন সব সময়।
অনেক অনেক ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইজান > সব সময় পাশে থাকবেন আশা করি ।

রক্তদানকারী আর একজন অজানা বীরের মধ্যে পার্থক্য নেই, অবশ্যই আপনি একজন মহৎ বীরের মত কাজ করছেন ।

ধন্যবাদ আপু > দোয়া করবেন সব সময় আর পাশে থাকবেন আশা করি ।