বাংলায় তারার মেলা `ডায়েরির পাতা থেকে` - “বাইক নিয়ে ঘুড়তে যাওয়া”

in hive-185999 •  2 years ago  (edited)

woman-2667455_1920.jpg
Source

বাইক নিয়ে ঘুড়তে যাওয়া

আজকে বিকালে সময় টা খুব বোরিং যাচ্ছিল তখন এক ছোট ভাইকে নিয়ে তার বাইক নিয়ে হুট করে বের হয়ে গেলাম কিন্তু নিদিষ্ট কোন গন্তব্য নেই ভাবলাম যেদিকে ভাল লাগবে সেদিকে যাব। তো ছোট ভাই বাইক নিয়ে আমার বাসার ঐদিকে এসে আমাকে কল দিল বলল বের হতে পরে বের হলাম সে আমকে বলল গাড়ি চালাইতে তখন আমি গাড়ি র্স্টাট দিলাম রাস্তায় ওটলাম তো কিছু দূর গেলে একটা মোড় আছে, পিছন থেকে ২ টা বাইক আমকে ওভারটেক করবে তো আমি নরমালি খুব সবধানের সহিত গাড়ি চালাতে চেষ্টা করি ৪০/৫০ এর উপর গাড়ি রেস তুলি না তখন একটা বাইক আমাকে ওভারটেক করে গেল আর একটা বাইক মোরে এসে গেছে ওদিক থেকে সিএনজি আসতেছে তাও দেখেছে তাও সে আমাকে ওভারটেক করবে কিন্তু সে আমাকে ওভারটেক করেছে ঠিকি কিন্তু সে তার গতিকে নিয়ন্ত্রন করতে পারে নাই সে পরে গেল রাস্তা থেকে।

তো পরে তাকে তুলে আমরা আবার যেতে লাগলাম আমরা কিন্তু কোথায় যাব তার ঠিক নাই পরে ভাবলাম নদীর পারে গিয়ে বসব। যে কথা সে কাজ গাড়ি টান দিলাম দিয়ে কর্ণফূলী নদীর পারে গিয়ে বসলাম আকাশ মেঘলা মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামবে।

নিরিবিলি পরিবেশ নদী পাহাড় খেলার মাঠ সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ নিমিষিই মন ভাল হওয়ার মত একটা জায়গা পাশের মাঠে উপজাতি বাঙ্গালী মিলে ফুটবল খেলছে খেলাটাও উপভোগ করলাম। পাশেই অবস্থিত কর্ণফূলী কলেজ। এই কলেজের অনেক নাম আছে এই এরিয়ার মধ্যে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কবিতাটি খুব সুন্দর মামা।

ধন্যবাদ ভাগনে। পাশে থাকো আর উৎসাহ যোগাও। দেখো অনেক দূর এগিয়ে যাবো আমরা।

বরাবরের মত এটাও ভাল হয়েছে ভাইজান।

অসংখ্য ধন্যবাদ ভাইজান

চমৎকার লেখেন আপনি। সত্যিকার অর্থে আপনি একজন অসাধারণ মেধার অধিকারী

ধন্যবাদ আপনাকে ম্যাডাম। দোয়া করবেন সব সময়।