বাংলায় তারার মেলা

in hive-185999 •  2 years ago  (edited)

(গত পর্বের পর)
মেলা ও প্রদর্শনী চলাকালীন আশেপাশের বিভিন্ন স্কুল থেকেও শিক্ষকরা তাদের স্টুডেন্টদের মেলায় নিয়ে আসেন, যাতে তারা স্বচক্ষে সবজি প্রদর্শনী উপভোগ করতে পারে এবং সব ধরণের সবজির সাথে পরিচিত হতে পারে। শিশুদের জন্য এই মেলায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।

IMG_20180115_124745.jpg

IMG_20180115_125729.jpg

তাছাড়া শাক-সবজি তথা কৃষি বিষয়ক ব্যবসার সাথে যারা জড়িত তারাও মেলায় এসে নতুন নতুন এগ্রো বেজড টেকনোলজি ও তার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। মেলায় কৃষি বিষয়ক নানা সেমিনার ও ওয়ার্কশপও হয়ে থাকে। সেখানে কৃষি বিষয়ক বিশেষজ্ঞগণ নানা দিক নির্দেশনা দিয়ে থাকেন।

IMG_20180115_123318.jpg

IMG_20180115_124624.jpg

আমি জাতীয় সবজি মেলা ২০১৮ অনুষ্ঠিত হওয়ার সময় একবার সেখানে ঢুঁ মেরেছিলাম। তখন আমার অফিস ফার্মগেটের কনকর্ড টাওয়ারে ছিল। মেলা চলাকালীন আমরা অফিস থেকে কয়েকজন কলিগ মিলে মেলার সবজি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম।

IMG_20180115_123429.jpg

IMG_20180115_124807.jpg

মেলায় বেশ ভালই লাগে, চারিদিকে সবুজের মেলা ও কৃষি বিষয়ক জিনিসপত্রে ভরপুর থাকে। শীতকালীন, গ্রীষ্মকালীন, বারোমাসি তথা সব সিজনের নানা শাক-সবজি ও তাদের গাছ প্রদর্শনীতে একত্রে দেখতে পাওয়া যায়।

IMG_20180115_123953.jpg

IMG_20180115_124850.jpg

করোনা মহামারীর কারণে গত ২ বছর ধরে সবজি মেলাটি অনুষ্ঠিত হচ্ছেনা। এ বছর হয়তো আবারও যথাসময়ে মেলাটি অনুষ্ঠিত হবে। যাদের সময় ও সুযোগ হয় তারা অবশ্যই এসব মেলায় একবার ঢুঁ মারবেন, দেখবেন অনেক কিছুই শেখার আছে।

IMG_20180115_130014.jpg
(ছবিঃ আমরা সেসময়কার কয়েকজন কলিগ গিয়েছিলাম সবজি মেলায়)

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বরাবরের মতো এটাও খুবই সুন্দর একটা লেখা হয়েছে ভাই। দুনিয়ায় সবকিছুই তার নির্দিষ্ট নিয়মেই চলছে, কেউ থেমে নেই। এভাবেই সবকিছু চলতে চলতে একদিন নিঃচিহ্ন হয়ে যাবে।

আসলেই সময় কারো জন্য থেমে থাকে না

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে সময়ের গতিতে

সব থেকে কষ্টের ওই জিনিস টা > পর হয়ে যাওয়া
একান্ত প্রিয়জনের
চেনা মুখ গুলোকে।

সব কিছু পরিবর্তন হয়ে যাই সময়ের সাথে সাথে

শুধু একটা গতিই আছে যেটা কখনো কারো জন্যে অপেক্ষা করে না। আর সেটা সময়ের গতি।