পকেটমার
(গত পর্বের পর)
পরেরদিন আবারও বাসা থেকে অফিসের (কাওরানবাজার) উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাভার থেকে ছেড়ে আসা বাসটা অন্যান্য দিনের ন্যায় সরাসরি কাওরানবাজার না গিয়ে সবাইকে আসাদগেটে এসে নামিয়ে দিল। কি আর করা, আড়ংয়ের সামনে নেমে আরেকটা বাসে উঠে অফিসে যেতে হবে। এটা ভাবতে ভাবতেই সামনে একটা ৮ নং বাস এসে দাঁড়ালো, কোন কিছু না ভেবেই তাতে উঠে গেলাম। প্রচন্ড ভিড় (সকালে অফিস টাইমে সব বাসেই তখন এমন ভিড় থাকতো), ভেতরে ঠাসাঠাসি অবস্থা। কোনরকমে গেট পেরিয়ে ভেতরে উঠে উপরের রড ধরে দাঁড়িয়েছি। ততক্ষণে বাস ফার্মগেটের আগে খামারবাড়ি চলে গেছে। এখানে এসে আমার খেয়াল হলো পকেটে গতকাল নতুন কেনা ফোনের কথা। কারণ এতদিন বাটন ফোন ইউজ করতাম, পকেটেই থাকতো কখনো চুরির চিন্তা মাথাতেই আসেনি। সাথে সাথে পকেটে হাত দিয়ে দেখি ফোনটা নাই। মনটা খুবই খারাপ হয়ে গেল, মাত্রই গতকাল শখ করে এতগুলো টাকা দিয়ে কিনলাম। একটা দিনও ভালমতো ইউজ করতে পারলামনা, আজই হারিয়ে ফেললাম? নিজের উপর খুবই রাগ ও অভিমান হলো কেন তাড়াহুড়া করে এই বাসটাতে উঠতে গেলাম।
ভিড়ের মধ্যে যে নিয়েছে সে ততক্ষণে বাস থেকে নেমেও গেছে, আর তারা একজন থাকেনা, কয়েকজন মিলে এই কাজটা করে। বাসের হেলপার ও কয়েকজন যাত্রী খুব চেষ্টা করলো, কয়েকজনকে চেকও করলো কিন্তু হারানো ফোন কি আর পাওয়া যায়? মন খারাপ করে কাওরানবাজারে অফিসের সামনে নামলাম। কি করি ভাবতে ভাবতে অফিসে না উঠে সোজা আবারও বসুন্ধরা সিটির দিকে রওনা দিলাম। মানিব্যাগে ব্যাংকের কার্ড ছিল, ব্যাংকে কিছু টাকাও ছিল। আবারও সদ্য হারানো ঐ ফোনটাই কিনবো বলে মনস্থির করলাম। সেই অনুযায়ী বুথ থেকে টাকা তুললাম। সোজা মার্কেটে ঢুকে গতকালের সেই একই দোকানে গিয়ে ঐ সেইম ফোনটাই আবারও কিনে নিয়ে আসলাম। মার্কেটের নিচ তলায় হারানো দুটো সিমও রিপ্লেস করে নিলাম। অবশেষে নতুন ফোন হাতে নিয়েই অফিসে ঢুকলাম। কলিগদের সাথে গতকাল থেকে আজকের এই যাবতীয় ঘটনা শেয়ার করলাম, শুনে তারা তো থ' হয়ে গেল। এক ফোনের জন্য আমি দু-দুবারে ২৬,০০০/- টাকা খরচ করলাম।
অসাধারণ একটি কিবিতা!!
আপনার লেখার ধরণ খুবই সুন্দর।
অসংখ ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাগনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা লেখার হাত অনেক ভাল, চালিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ তৌহিদ ভাই আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাটি অনেক সুন্দর , অসাধারণ প্রত্যেকটা লাইন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মাগো তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit