ঢাকা গিয়েছিলাম।
তো ঢাকা থেকে কুমিল্লা গেলাম, কুমিল্লাতে আমার পরিচিত এক দাদা থাকে, দাদা বৌদি প্রায় যাওয়ার কথা বলে সেখানে, কিন্তু সময় করে উঠতে পারি না। তো একদিন সময় করে বেড়িয়ে পড়লাম।
IMG_20220630_104537.jpg
এর আগেও ২০১৮ সালে একবার গিয়েছিলাম। তো এবার তিতাস নদী দেখার উদ্দেশ্য গিয়েছিলাম, যেদিন যাই খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। খুব অল্প সময় হাতে নিয়ে তিতাস নদী দেখতে বেড়িয়ে পড়লাম আমি আর দাদা মটর সাইকেল নিয়ে।
IMG_20220701_224724.jpg
তিতাস নদীর নামের মহিমা প্রতিষ্ঠা করেছেন তিতাস পারের সন্তান অদ্বৈত মল্লবর্মণ। তিতাস একটি নদীর নাম, এটা তাঁর লিখা একটা উপন্যাস, আমারা সবাই হয়তো জানি। আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯১৪ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়ির তিতাস পারের গোকর্ণ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। গোকর্ণ গ্রামের অন্য নাম ছিল গাবরপাড়া, অদ্বৈত সেই গোকর্ণ তথা গাবরপাড়ায় জন্ম নিয়ে প্রত্যক্ষ করেছিলেন নানা ধরনের কৃত্য, গান, উৎসব ইত্যাদি এবং সেই সঙ্গে নিম্নবর্গের মানুষের জীবনসংগ্রাম।
তিতাস পারের জনমানুষের সংস্কৃতি ও সংগ্রামের গভীর পর্যবেক্ষক হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভাবসলিলের দার্শনিক বনে গিয়েছিলেন বৈকি, তাহলে তিনি কী করে এক সাদামাটা তিতাস নদীর বর্ণনা দিতে গিয়ে বললেন, তিতাস নদীটি 'সত্যের মতো গোপন হইয়াও বাতাসের মতো স্পর্শপ্রবণ।' অদ্বৈতের এই ইঙ্গিতপূর্ণ বাক্য পাঠের মধ্যে আমরা যখন ২০১৪ খ্রিস্টাব্দের মার্চের ১০ তারিখের এক সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আরেক কৃতী সন্তান সর্বধর্ম সমন্বয় মতবাদী মহাত্মা মনোমোহন দত্তের স্মরণোৎসব উপলক্ষে পুনর্বার তিতাসের পাড়ে গিয়ে দাঁড়াই, তখন আরেক নতুন সত্যের মুখোমুখি হই।
IMG_20220701_173005.jpg
তিতাস বুক শুকিয়ে কৃশকায় হয়ে গেছে আর টলটলে জলের ওপর দিয়ে চলছে ইঞ্জিনচালিত গতিশীল নৌকার বহর, এমনকি তিতাসের ম্রিয়মান কূলজুড়ে দ্রুতগামী স্পিড বোটের অপেক্ষা, মাছের পরিবর্তে বাঁশের ব্যবসার প্রসার। এসব দৃশ্য নিশ্চিতভাবেই অদ্বৈত মল্লবর্মণের বাস্তব চোখে দৃশ্যমান ছিল না, হয়তো কল্পনার চোখেও ভিড় করেনি কোনো দিন; কিন্তু আজ থেকে প্রায় ৬০ বছর আগে তিতাস নদীর যে ইতিহাস 'তিতাস একটি নদীর নামে' লিপিবদ্ধ করেছিলেন, তা ছিল তৎকালের বাস্তব চিত্র অর্থাৎ অদ্বৈত তাঁর প্রত্যক্ষ নিজের কালের প্রবাহিত তিতাস পারের মানুষের কথামালা অকৃত্রিম আবেগে উপস্থাপন করেছিলেন। তিতাসের পাড় ধরে হাঁটতে হাঁটতে সন্ধ্যার মৃদু আলোয় দূরের সেই কুপিবাতির ঘোরলাগা মাধুর্য হয়তো চোখে পাওয়া দুর্লভ।
আমরা দেখেছি, তিতাসের পাড় ধরে বৈদ্যুতিক আলোর প্রসার, কুপিবাতি তো দূরের কথা, গ্রামীণ মানুষ এখন বাড়িতে হারিকেন রাখতে নারাজ! অদ্বৈত বলেছিলেন, 'কিন্তু তিতাসে কত জল! কত স্রোত! কত নৌকা! সব দিক দিয়াই সে অকৃপণ।' বর্তমানে তিতাসের দিকে তাকালে এই বর্ণনার সঙ্গে তেমন ঐক্য প্রত্যক্ষ করা খুবই বিরল হবে। কেননা তিতাস এখন জল, স্রোতধারা, নৌকার পরিবর্তে বুকে ধান চাষের আবাদেই অধিক অকৃপণ হয়ে গেছে।
IMG_20220701_172956.jpg
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে প্রবাহমান নদী হল তিতাস। এটি বাংলাদেশ-ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসেবে পরিচিত। নদীটির উৎপত্তি হয়েছে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায়। সেখানে বাংলা ভাষায় একে হাওড়া নদী বলা হয় এবং স্থানীয় কোকবোরোক ভাষায় সাঈদ্রা নদী বলা হয়। তবে বাংলাদেশে এসে এর নাম তিতাস নদী।
ভারতীয় অঙ্গরাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার কাছাকাছি প্রবাহিত হয়েছে। সেখা্ন থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলা দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে।
আখাউড়ার শাহবাজপুর টাউন অঞ্চলের সীমানা ঘেঁষে এটি আরো দক্ষিণদিকে অগ্রসর হয়ে ভৈরব-আশুগঞ্জের সীমানা ঘেঁষে বহমান অন্যতম বৃহৎ নদী মেঘনার সাথে একীভূত হয়েছে। এটা তারই একটা অংশ।
তিতাসের গড় দৈর্ঘ্য প্রায় ৯৮ কিলোমিটার।
তিতাস ও মেঘনা নদীকে ঘিরে যুগ যুগ ধরে বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র বাংলাদেশে অনেক উপকথা প্রচলিত আছে। তার মধ্যে একটি উপকথায় বলা হয়েছে যে, তিতাস নদী মেঘনার কন্যা বা মেয়ে।
কেমন লাগলো জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
জীবন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন শরিফুল ভাই। আপনার কবিতায় মানবজীবনের কঠিন বাস্তবতার চিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কারো জীবন এরকম জটিল ও কঠিন না হোক সেই কামনা করি।
আর কবিতাটি আমাকে উৎসর্গ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৌহিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আসলে আমার কবিতার বিষয় গুলো আমার জীবনের প্রতিচ্ছবি। আর আমি জীবনকে আমার কবিতায় রূপ দেয়ার চেষ্টা করি মাত্র।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার মাধ্যমে এখনকার সমাজের একদম বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। কবিতাটির "বিয়ের পিড়িতে বউয়ের হয়েছি" এই ৪ লাইন অসাধারণ লিখেছেন মামা। কবিতাটি আমাকে উৎসর্গ করার জন্য অসংখ্য ধন্যবাদ মামা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাগনে। কবিতাটি আমার জীবনের সাথে মিল করেই লিখেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব ভালো হয়েছে লেখা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মাগো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাকু আপনার লেখা পড়ি আর মুগ্ধ হয়ে যায় রোজ , কেউ এত সুন্দর লিখতে কি করে পারে ?
আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না , এই লেখার কাছে আমি নগন্য মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit