একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে
ফেললো। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি
শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি
এতবড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো,
অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো, সেই
করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন
১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী করবে?
আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও
ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও।
তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা
তোমার সারাজীবন কাজে লাগবে। এমনভাবে
সে কথাবার্তা বলছিলো যে শিকারির মন গলে
গেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে।
আরেকজনের মন গলানোর সবচেয়ে সহজ উপায়
হচ্ছে তেল। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত
ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে
শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার
লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি
বললো, আমি প্রথম বাক্যটি বলবো তোমার
হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই
গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের
মগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে।
১/পাখি বললো, ‘কখনো অলৌকিক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না’। শিকারি বললো, খুব ঠিক কথা। সত্যিই তাই ত কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই।
পাখি বললো,
এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি
দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারি ছেড়ে দিলো।
২/গাছের ডালে উঠে পাখি বললো, 'যা হাতছাড়া
হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না।'
শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার
নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি।
পাখি এবার মগডালে উঠলো। শিকারি বললো, এবার
তৃতীয় উপদেশটি বল। পাখি বললো, তৃতীয়টি
বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশের
শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কি
না। পাখিটি বললো, আমার পেটে আছে ২০০
গ্রাম ওজনের একটি মুক্তো আছে। পাখির একথা শুনে শিকারি খুব
আফসোস শুরু করলো। হায় হায়! এ কী করলাম
আমি! এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার
এত সহজ সুযোগ! বলেই পাখিকে ধরার ব্যর্থ
চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু
পাখি তো তখন মগডালে। সে হাসলো আর বললো,
দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা
ক মুক্তো থাকবে
কীভাবে? বলেছিলাম, যা উপ মতো তুমিও
উপদেশ কান দিয়ে শুনেছো। কিন্তু তা থেকে
শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের
কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাই।
কথায় আছে, লোভে পাপ পাপে মৃত্যু। এভাবে আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেখা ভালো হয়েছে এবং আমরাও একটা শিক্ষনীয় ঘটনা জানতে পারলাম।
আরেকটা কথা মোবারক ভাই, আপনি যেই ছবিটা ইউজ করেছেন সেটা কোথা থেকে নিয়েছেন? যেকোনো ছবি নিয়ে এখানে ইউজ করা যাবে না। কয়েকটি কপিরাইট ফ্রি ওয়েবসাইট আছে সেখান থেকেই কেবল ছবি ডাউনলোড করে স্টিমিটে ইউজ করতে পারবেন, এবং অবশ্যই সেই ছবির সোর্স উল্লেখ করতে হবে।
আশাকরি বুঝতে পেরেছেন, না পারলে রাতে নক দিবেন।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই কোন কোন ওয়েবসাইট থেকে ছবি নেওয়া যাবে সেটা যদি একটু বলতেন অথবা লিংকগুলো দিয়ে দিতেন অনেক উপকার হত
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হন, সেখানে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিংক দেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হোয়াটসঅ্যাপের লিংক দেয়া যায়না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি গ্রুপে এড করে দিবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
01316630678
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, আপনাকে গ্রুপে এড করা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো। এমন আরও গল্প চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit