নমস্কার
সবাই কেমন আছেন , আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে উপস্থাপনা করবো একটি কাহিনী। যে কাহিনী আমাদের সকল মানুষের জীবনে কম বেশি ঘটে ছিল , কম বেশি মানুষের জীবনে এই "প্রাক্তন" নামের মানুষটি জীবনে জড়িত ছিল এক সময়। আমি জানি না তাকে নিয়ে লিখে আমি কতটা আমার মনের ভাব প্রকাশ করতে পারবো , তাও চেষ্টা করছি কিছুটা তুলে ধরার। আশা রাখি কেউ কেউ আপনাদের পুরনো স্মৃতিটার পাতায় একবার হলেও ঘুরে আস্তে পারবেন।
প্রাক্তন নামটা শুনলেই বুকের মধ্যে কেমন একটা করে ওঠে তাই না? দীর্ঘ ৫ বছর পর একটা রাস্তার মোড়ে নীলিমা আর সায়ন্তনের হঠাৎ দেখা , আমাকে দেখে অবাক হলে সায়ন্তনের উদ্দেশে নীলিমা বলে উঠলো সায়ন্তন স্বাভাবিক ভঙ্গিতে মুস্কি হেসে উত্তর দিলো তোমাকে দেখে না তোমার ওই লম্বা চুল দেখে অবাক হলাম ,নীলিমা এক গাল হেসে বললও আসলে আমার এই লম্বা চুল ওর খুব পছন্দ তাই রেখেছি , আমি আগের মতো ৩ মাস অন্তর অন্তর চুল আর কাটিনা। আসলে ওর পছন্দ আমার পছন্দ। সায়ন্তন বলল ভালো তো! তার পর বোলো কেমন আছো বোলো ? যেরকম থাকার কথা কল্পনা করতে পারিনি তেমনি আছি নীলিমা একটু থেমে আবার বলতে শুরু করে আসলে বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম , মনে হচ্ছিলো আমি হয়তো সুখী হতে পারবোনা ,তোমাকে ছেড়ে আমি হয়তো ভালো থাকতে পারবোনা , হয়তো মোরেই যাবো। কিন্তু জানতো বিয়ের পর এই ভয় এই কষ্ট এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেলো অর্ণব আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে , চোখের আড়াল হলে কেমন যেন পাগলের মতো হয়ে যায়। কপাল গুনে এমন এক জন হাস-ব্যান্ড পেয়ে আমি মনে করি আমি খুবই লাকি। তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে কিন্তু কথা ফুরাবে না। বুঝলে ? শেষ কথাটা বলতে গিয়ে নীলিমার মুখের কোন মিষ্টি হাসি ফুটে ওঠে। সায়ন্তন সেই দৃষ্টি নিয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকে ,চোক যেন তার এক রাশ মুগ্ধতা। নীলিমার বলে উঠলো কি হলও এই ভাবে কি দেখছো ? সায়ন্তন বলে উঠলো দেখছি তোমার সরলতাকে আমার সেই নীলু অনেক বড়ো হয়ে গিয়েছে গিন্নি হয়ে গিয়েছে কিন্তু সেই সরলতা পাল্টায় নি। এমন করে অবলীলায় কে এত সরলতার সাথে তার প্রাক্তনের সামনে হাস-ব্যান্ডের প্রশংসা করতে পারে বলে আমার জানা ছিলোনা। ওমা সে আবার কি কথা বলে উঠলো নীলিমা যা সত্যি তা বলবো না ?যায় হোক নীলু নামটা এখনো মনে রেখেছো , সায়ন্তন বললো হা সময় পরিস্থিতি পালটালেও আমাদের কাটানো সময় আমি এখনো ধরে রেখেছি আর নামটা তো আমারই দেয়া ছিল ভালোবাসে ডাকতাম তোমায় , নীলিমা কথার উত্তরে বললও আচ্ছা আচ্ছা বাদ দাও বোলো তুমি কেমন আছো ? আগের থেকে অনেক রোগ হয়ে গিয়েছো!কেন বলতো জিম করছো নাকি ? নীলিমার কথা শুনে সায়ন্তন হা হা করে হেসে উঠলো জিম না না আসলে আমার গিন্নি স্লিম ও ফিট পছন্দ করে তাই একটু নিজেকে মেনটেইন রাখার চেষ্টা করছি আর যেমন ভেবেছিলাম ঠিক তেমনি আছি। আমিও ভাবিনি আমি এত ভালো জীবন সঙ্গিনী পাবো !
আজ প্রাক্তন কাহিনীটি এখানে শেষ করছি ,বাকি পর্ব নিয়ে আবারো আসবে স্মৃতির পাতায় প্রাক্তন। ততদিন সবাই ভালো থাকবেন ।
ধন্যবাদ
খুবই ভালো জিনিসে হাত দিয়েছেন!
এটা পড়ে সবাই একবার হলেও স্মৃতির পাতা হাতড়াবে।
পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে ,আর ধব্যবাদ আমার লেখাটা পড়ার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ দিদি!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটি পড়ে ভালো লাগলো
পরের পর্বের অপেক্ষায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধণ্যবাদ আপু আমার লেখাটা পড়ার জন্যে। হ্যা খুব তাড়াতাড়ি আসবে পরের পর্ব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাক্তন না থাকলেও গল্পটা পরে মনে হচ্ছে আমার আগে প্রাক্তন ছিল।
কি মুশকিলে ফেলে দিলে বলতো এখন সারা রাত প্ৰাক্তন নিয়ে ভাবতে হবে প্রাক্তন না থাকলেও ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit