বর্তমান সময়ে সবাই খুব ব্যস্ত তার কর্ম জীবন নিয়ে। কিন্তু কর্ম ব্যস্ত এই জীবনের মধ্যে কিছুটা বিনোদনের উৎস হতে পারে ভ্রমন করা ভ্রমন করলে মন মানসিকতার পরিবর্তন হয় মন ফ্রেস হয় ভ্রমনের পরে কাজের প্রতি মনোযোগ বাড়ে তাই প্রতিটি মানুষের উচিৎ হচ্ছে কাজের অবসরে ঘুরতে যাওয়া। তাই কাজের ব্যস্ততার মাঝে সময় সুযোগ তৈরি করে ভ্রমনে বের হয়ে পরেন।
বর্তমানে সরকার বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়া গুলোকে ভ্রমনে উপযোগী করার জন্য পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, দেশ এবং দেশের বাইরে থেকে পর্যটক আমাদের দেশে আসতেছে এতে করে দেশে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি লাভ করছে।
আমাদের গ্রামের এরিয়া পার্শবর্তী হচ্ছে র্পাবত্য চট্টগ্রাম আমাদের খুব নিকটবর্তী। ভ্রমন পিপাসুদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে র্পাবত্য চট্রগ্রাম আপনি একসাথে কাপ্তায় লেকের অপার সৌন্দর্য উপভোগ করার অন্যতম এক পরিবেশ।
তিন র্পাবত্য উপজেলার মধ্যে অন্যতম একটা উপজেলা হচ্ছে রাঙ্গামাটি, বর্তমানে রাঙ্গামাটি জেলা পরিষদ রাঙ্গামাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাপ্তায় লেকের পাশেই তৈরি করেছি বিভিন্ন রির্সোট এবং তার পাশাপাশি পরিবার এবং বাচ্ছাদের জন্য তৈরি করেছে বিনোদন উপযোগী পরিবেশ এবং পাশাপাশি চাইলে আপনি ভাড়ায় চালিত নৌকায় করে লেকের জলে ঘুরতে পারবেন এবং যারা কায়াকিং পছন্দ করে তারা কায়াকিং করে সময় পার করতে পারবেন।
রাঙ্গামাটির যে সমস্ত ভ্রমন করার জায়গা আসে তার মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় একটা স্পটের নাম হচ্চে পলওয়েল পার্ক এন্ড কটেজ। সব বয়সের মানুষের পছন্দের জায়গা এটি, এখানে আপনি চাইলে সুন্দর ও নিরিবিলি পরিবেশের মধ্যে পরিবার নিয়ে রাত্রি যাপন করতে পারবে। তার পাশেই রয়েছে ডিসি বাংলা যেটা ছোট বাচ্ছাদের জন্য তৈরি করেছি বিভিন্ন খেলাধুলার পরিবেশ। বাচ্ছারা খুব আনন্দের সাথে সময় পার করতে পারবে।
খুব সুন্দর পোস্ট দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটা লেখা প্রাণ ছুঁয়ে যায়। অসাধারণ। এগিয়ে যান। পাশে আছি আজীবন। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a one-time notice about a free service on steem.
There are communities that help support the little guy 😊, you might like ours, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/altlan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit