৭৭৭ চার্লি মুভির রিভিউ। বাংলায় তারার মেলা। ১০% @btm-school

in hive-185999 •  2 years ago 

নমষ্কার, গ্রুপের সকল মেম্বারদেরকে।
সবাই কেমন আছেন? অনেক দিন আপনাদের সাথে কথা হয় না পারিবারিক কারণে একটু ব্যাস্ত ছিলাম। আপনাদের অনেক মিস করেছি। যাই হোক চলে এলাম আপনাদের সাথে একটা মুভির গল্প শেয়ার করতে। বর্তমানে মুভি হচ্ছে বিনোদনের একটা অন্যতম মাধ্যম। কম বেশি সবাই মুভি দেখতে পছন্দ করে। কিন্তু এক জন এক দেশের মুভি দেখতে পছন্দ করে। গ্রুপের মেম্বারদের কার কোন দেশের মুভি দেখতে পছন্দ করেন সবাই কমেন্টস করে জানাবেন।

আমি আবার সাউথের মুভি ছাড়া দেখি না যতই হিট করা বাংলা মুভি বলেন হিন্দি মুভি বলেন আমি সাউথের মুভির উপর বেশি ভরসা পাই দেখার জন্য। কারন প্রতিটা মুভি হয় কাহিনী নির্ভর। আজকে আমি যে মুভির রিভিউ দিব সেটাও একটা সাউথের মুভি। মুভিতে মানুষ আর পুশুর মধ্যে অঘাত প্রেম কাহিনী ফুটিয়ে তুলেছে অনেকে হয়ত বুঝে গেছেন আমি কোন মুভির কথা বলছি।

হাঁ আমি ৭৭৭ চার্লি মুভির কথা বলছি। মুভির কিছু তথ্য,

777_charlie_copy.jpg
source

মুভির নাম: ৭৭৭ চার্লি
মুভির পরিচালক: কিরনরাজ
ভাষা: কন্নর
দেশ: ভারত
মুক্তির তারিখ: ২ জুন ২০২২
বক্স অফিস কালেকশন: ১০০ কোটি রুপি
পরমবাহ স্টুডিওস দ্বারা এটি প্রযোজিত হয় এবং এটি পঞ্চম সর্বোচ্চ আরকারী কন্নর মুভি।

কাস্টের প্রধান কয়েকটা চরিত্রের নাম:-
চার্লি চরিত্রে: একটি ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির কুকুর
ধর্মা চরিত্রে: রক্ষিত শেটি
দেবিকা আরাদ্যার চরিত্রে: সঙ্গীতা শৃঙ্গেরী
বংশীনাধন চরিত্রে: ববি সিমহা
ধর্মার বাবা চরিত্রে: সিধার্থ ভাট
ধর্মার মা চরিত্রে: হরিনী

মূল ঘটনা শুরু হয় ল্যাব্রাডর রিট্রিভার কুকুরটি একজন বিল্ডার থেকে পালিয়ে আসে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে সে একটা কলোনিতে চলে আসে। ঐ কলোনিতে একা বসবাস করত ধর্মা নামের একজন ব্যাক্তি সে একটা ওয়ার্কসপে কাজ করত সে খুব কথা কম বলত এবং কলোনির কারো সাথে কথা বলত না টাইম মত অফিসে যেত এবং টাইম মত অফিস থেকে চলে আসত। অফিসে সে ছিল বেস্ট ওর্য়াকার কারণ সে কখনও ছুটি নিত না সব কিছু ঠিক ঠাক মত করত।

প্রতিদিন সে খাবার খেয়ে যা ফেলত সেটা চার্লি খেত এইভাবে চার্লির ধর্মার প্রতি একটা ভক্তি তৈরি হয় সে লুকিয়ে ধর্মাকে দেখত এবং ফলো করত। তো একদিন ধর্মার ছুটির দিন ছিল সে খাবার আনতে দোকানে যাচ্ছিল চার্লিও তাকে ফলো করতে যাচ্ছিল কিন্তু ধর্মা দেখেও না দেখার মত করে ছিল যখন সে খাবার নিয়ে ফিরে আসতেছে চার্লিও তাকে ফলো করতে করতে এসতেছিল হঠাৎ ঔ কলোনির একটা ছেলের বাইকের নিচে পরে গেল আর একটা বিষয় ছিল ঐ কলোনিতে কুকুর পলা নিষেধ ছিল তো কেউ সে কুকুরকে ধরছিল না। ধর্মা আবার চার্লি চাফলিন দেখত তার প্রিয় শো ছিল সেটা তখন ধর্মাও বাসায় দেখল চার্লি চাফলিন একটা কুকুরকে রক্ষা করছি এটা দেখে ধর্মাও সিধান্ত নিল যে কুকুরটিকে ভাল করবে তখন সে কুকুরটিকে নিয়ে পশু চিকিৎসকের কাছে গেল পশু চিকিৎসক কুকুরটিকে ভাল করার চিকিৎসা করে তার সাথে পাটিয়ে দিল যেহেতু কলোনিতে কুকুর পোষা নিষেধ ধর্মা সেটাকে লুকিয়ে নিয়ে আসল কিন্তু একটা ছোট মেয়ে সেটা দেখে গেল ধর্মা কুকুরটি তার বাসায় আছে কাউকে বলতে নিষেধ করল। প্রথমের দিকে কুকুরটিকে ধর্মার খুব একটা ভাল লাগত না সে খুব বিরক্ত হতে লাগল সে পশু চিকিৎসকে বলল একজন মানুষ দেখতে যার এমন কুকুর লাগবে। কিছু দিন পর হঠাৎ ধর্মা খুব অসুস্থ হয়ে পরল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল তখন কুকুরটিও গাড়ির পিছে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে চলে গেল তখন ঐখানের ড়ক্টর বলতে লাগল কুকুরটি এমবুল্যান্স এর পিছে দৌড়াতে দৌড়াতে এসে গেছে সেদিন থেকে কুকুরের প্রতি তার ভালবাসা শুরু হতে থাকে এবং পাশাপাশি ধর্মার আচার ব্যবহার পরিবর্তন হতে থাকে। খুব ভাল যাচ্ছিল তাদের দিন ধর্মা চার্লির জন্য তার বাইকে একটা সিট তৈরি করে এবং প্রতিদিন তারা ঘুরাঘুরি করে হঠাৎ একটিদ কুকুর অসুস্থ হয়ে যায় ধর্মা অফিস থেকে এসে দেখে সে মেঝেতে শুয়ে আছে খাবারও খায় নাই এবং বমি করেছে ধর্মা তাকে তারাতারি। ডাক্তার বলল তার ক্যান্সার হয়েছে বেশি দিন বাচবে না হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসল। তখন ধর্মা দেখল তুষার দেখলে সে খুব খেলাধুলা করে টিভির সামনে লাফালাফি করে তখন ধর্মা তার স্বপ্ন পুরনে বেড়িয়ে পরল এবং কাশ্মির নিয়ে তাকে তুষারের মধ্যে খেলাধুলা করতে থাকে এবং পরের দিন চার্লি ঐখানে একটা মন্দিরে মারা যায় যাওয়ার আগে একটা বাচ্ছা দিয়ে যায়। ধর্মা সেটাকে নিয়ে কলোনিতে এসে একটা ট্রাস্ট তৈরি করে। মাঝে অনেক কাহিনী ছিল রিভিউটা বেশি বড় হয়ে যাচ্ছিল তাই আমি কিছু বাদ দিয়ে গেছি। আপনার মুভিটা দেখবেন আশা করি ভাল লাগবে পরিবার সাথে নিয়ে দেখতে পারবেন চোখের জল এসে যাবে আমি বললাম। আজকে এখানে শেষ করলাম সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মুভিটা অনেক সুন্দর
মুভির শেষে খারাপ লাগে।

হা আপু চোখ দিয়ে জল এসে যাই

মুভিটা আসলেই অনেক সুন্দর।
রিভিউটা ভালো হয়েছে, কিন্তু মুভি রিভিউ দিতে হলে অবশ্যই মুভির ট্রেইলার টা এড করে দিতে হবে। আপনি দেবাঞ্জন দা'র হেল্প নিয়ে পোস্টটা এডিট করে ট্রেইলার লিংকটা এড করে দিবেন।

আর বানানের প্রতি আরেকটু যত্নবান হতে হবে জনাব!
বাদবাকি সব ঠিক আছে, ধন্যবাদ।

আচ্চা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে

শুভ কামনা রইলো।