ENGLISH VERSION
Hello friends, I hope you are all well. Today I will present to you the scene of yellowing the wedding house. Sorry, this is not a scene of yellowing, it is a scene of yellowing. Which is made in our country and the marriage is done with the yellow wife and husband. Such a scene is not seen in our country except the only wedding house. Because in the wedding house, there is a job in raw yellow pata. If the yellow bought from the shop is smeared on the husband / wife, then the marriage work will not be completed. Marriage is performed by following the rules of our Muslims.
My elder brother's wedding was consummated a few days ago and my two brothers have tied the knot. No such ceremony was held at the elder brother's wedding. But there was a big ceremony at the younger brother's wedding and we got the wedding done with a lot of fun. The day before the wedding ceremony, a yellow-smelling ceremony is celebrated. Such scenes are seen in Muslim marriages. We are proud to be Muslims. With such joy we can get married or see other people get married.
Here's what creativity looks like to me?
Yellows are usually yellow in color and are mixed with sunlight to create a new color. The shadow is seen with him. I captured this scene with my mobile because I thought it was very creative. I had my mother's mobile phone in my hand while taking this picture.
I presented to you the pictures of the yellow days on my elder brother and some shady pictures. Forgive mistakes. See you later. I always try to create new creativity and I really enjoy working with you. Thanks everyone.
BANGLA VERSION
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো বিয়ের বাড়িতে হলুদ মাখার দৃশ্য। সরি দুঃখিত হলুদ মাখার দৃশ্য নয়, হলুদ গুঁড়ো করার দৃশ্য। যেটা আমাদের দেশে পাটায় পিশে তৈরি করা হয় এবং সেই হলুদ স্ত্রী এবং স্বামীর গায়ে দিয়ে বিবাহের কাজ সম্পন্ন হয়। একমাত্র বিয়ের বাড়ি ছাড়া আমাদের দেশে এরকম দৃশ্য দেখা যায় না। কারণ বিয়ের বাড়িতে কাঁচা হলুদ পাটায় পেশা হয়। যদি দোকান থেকে কেনা হলুদ স্বামী/ স্ত্রীর গায়ে মাখানো হয়, তাহলে বিবাহের কাজ সম্পন্ন হবে না। আমাদের মুসলমানদের এই রকম নিয়ম নীতি অবলম্বন করে বিবাহ কাজ সম্পন্ন করা হয়।
কয়েকদিন আগে আমার বড় ভাইয়ের বিবাহ সম্পন্ন হয় এবং আমার দুই ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বড় ভাইয়ের বিয়েতে তেমন কোনো ধরনের অনুষ্ঠান করা হয়নি। কিন্তু ছোট ভাইয়ের বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করা হয়েছিল এবং অনেক মজা করে আমরা বিবাহ কাজ সম্পন্ন করেছি। বিয়ের অনুষ্ঠানের আগের দিনে হলুদ মাখানো অনুষ্ঠান পালন করা হয়। মুসলমানদের বিয়েতে এই ধরনের দৃশ্য দেখা যায়। আমরা মুসলমান বলে গর্বিত। এরকম আনন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি বা অন্য মানুষকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে দেখতে পারি।
এখানে আমার কাছে ক্রিয়েটিভিটি কি মনে হচ্ছে?
হলুদের রং সাধারণত হলুদ কালার হয় এবং এর সঙ্গে সূর্যের আলো মিশ্রন হয়ে নতুন বর্ণের এক ধরনের কালার তৈরি হয়েছে। তার সঙ্গে ছায়া দেখা যাচ্ছে। আমার কাছে এই দৃশ্যটি খুবই ক্রিয়েটিভিটি মনে হয়েছে বলে মোবাইল দিয়ে ধারণ করেছি। আমার হাতে তখন আমার আম্মুর মোবাইল ফোন ছিল এই ছবিটি ধারণ করার সময়।
আমার বড় ভাইয়ের গায়ে হলুদের দিনের ছবি এবং কিছু ছায়াযুক্ত ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখুন। পরবর্তীতে আবার দেখা হবে। নিত্যনতুন ক্রিয়েটিভিটি আমি তৈরি করার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে কাজ করে সত্যিই আনন্দিত। ধন্যবাদ সকলে ভাল থাকবেন।
Great effort!
Your post has been curated by 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit