কোম্পউটারের মাদারবোর্ড এর রিভিউ। Gigabyte B660 GAMING X DDR4 12th Gen ATX

in hive-191303 •  2 years ago  (edited)

Community CoPi এর সকল মেম্বার আসসালামু আলাইকুম আসা করি সকলে ভালো আছেন। আমি অথবা আপনারা যারা কোম্পউটার ব্যবহার করি তার মাঝে একটি গুরুত্ত পন্য যন্ত্র তার নাম মাদারবোর্ড। সহজ ভাবে বলতে গেলে মাদারবোর্ড কোম্পউটারের দেরুদন্ড। কোম্পউটারের মাদারবোর্ড বৈদ্যুতিক শক্তি দ্বারা কোম্পউটারের সমস্ত অংশগুলো এক সাথে যুক্ত করে অথাৎ একে অপরের সাথে যুক্ত করে। মাদারবোর্ড খারাপ হওয়া মানে কোম্পউটার নষ্ট হয়ে যায়া। এক কথাই বলতে গেলে মাদারবোর্ড হলো কোম্পউটারের মা। মা ছাড়া যেমন সন্তান জন্ম হয়না তেমনি মাদারবোর্ড ছাড়া কোম্পউটার জন্ম হয় না।জন্ম বলতে বুঝানো হয়েছে কোম্পউরের সমস্ত অংশ একর অপরের সাথে যোগাযোগ করে দেওয়া। মাদারবোর্ডে মাঝে অনেক কিছু ধারন করে সিপিইউ, র‍্যাম, হার্ড ডিস্কের পাশাপাশি গ্রাফিস্ক কাড ইত্যাদি ব্যবহার করা হয়। মাদারবোর্ডের সাথে আরো অনেক কিছু সংযুক্ত থাকে মাউস স্লট, কীবোর্ড স্লট, পাওয়ার সংযোজক,নর্থ ব্রিজ, ইত্যাদি মাদারবোর্ড সম্পকে বলে শেষ করার মতন না।

motherboard-2202269_1920.jpg

motherboard-002.jpg

Gigabyte B660 GAMING X DDR4 12th Gen ATX মাদারবোর্ড

মডেল: B660 GAMING X DDR4
LGA1700 সকেট 12th Gen Intel Series প্রসেসর সমর্থন করে
ডুয়াল চ্যানেল নন-ইসিসি আনবাফারড ডিডিআর4, 4টি ডিআইএমএম'
60A পাওয়ার স্টেজ সহ সরাসরি 16+1+2 ডিজিটাল VRM ডিজাইন
ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট' সহ দ্রুত 2.5GbE LAN
মূল্য 20,620৳

আমার সামগ্রিক রেটিং

★ ★ ★ ★ (4/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

গুণমান ★★★★ 4/5

মাদারবোর্ড কাজ ★★★★★ 5/5

দাম ★★★★★ 5/5

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নির্দিষ্ট কোম্পানি এবং মডেলের মাদারবোর্ড এর রিভিউ দিলে ভালো হত। পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো