Community CoPi এর সকল সদস্য আসসালামু আলাইকুম আসা করি আল্লাহ্ রহমতে সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি। আমরা জনি এক জন মানুষের মাথার মস্তিস্ক হচ্ছে সব কিছু যা মানুষের দেহের সব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা জানি বা শুনে থাকি মাথার মস্তিস্ক হচ্ছে মেমরি কাড। আমরা কি চিন্তা করে দেখেছি কোন দিন, সৃষ্টিকর্তা কেন আমাদেরকে মস্তিস্ক নামক মেমরি কেন দিয়েছেন। মানুষের মস্তিস্ক গবেষণা করে দেখা গেছে প্রায় সারাজিবন নতুন কোষ তৈরী করে।
আমাদের মস্তিস্কের কোষ যা নিউরন বা সুতার মত তার যার মাধ্যমে বৈদ্যুতিক সংকেত পাঠায় আমাদের জন্ম থেকেই।প্রাণীদের গবেষণা করে দেখা গেছে মস্তিস্ক পররর্তী জীবনে নতুন কোষ সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে নিউরোজেনেসি নতুন নিউরনের উদ্ভব বা প্রক্রিয়া করা হয়।
মানুষের মস্তিস্ক মানবদেহের এক বিশাল যন্ত্র মস্তিস্ক কারনে আমরা শুনতে পায় । মস্তিস্ক যদি না থাকতো তাহলে শুনতে পারতাম না। আর আমাদের কোন জায়গায় কাটা গেলে বা আঘাত পায়লে মস্তিস্কের মাধ্যমে বুঝতে পারি।
আমার সকল রেটিং
★ ★ ★ ★ ★ (5/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃