আসসালামু আলাইকুম Community CoPi এর সকল মেম্বার গন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। এক জন মানেুষের বেচে থাকতে হলে প্রকৃতির মাঝে থাকতে হবে। পৃথিবী যত দিন থাকবে তত দিন প্রকৃতিও থাকবে তাই প্রকৃতিকে বলা হয় মা। প্রকৃতিকে ভালোবাসেনা এমন কোন মানুষ খুজে পাওয়া যাবে না। প্রকৃতি মানে সবুজ প্রকৃতি মানেই প্রান।মানুষ জন্মের পর প্রকৃতি থেকে ভালোবাসা পায় এবং অন্যকে ভালোবাসতে শিখায়।
কোথাও বেড়াতে গেলে প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে যেতে ইচ্ছা করে। আমাদের প্রকৃতি থেকে কিছু শিখা উচিত যখন প্রচন্ড ঝড় আসে তখন আসে-পাশে গাছগাছালি তছ-নছ হয়ে যায় আবার দিন শেষে সব কিছু ঠিক হয়ে যায়। তমনি মানুষের মাঝে অনকে বিপদ আসে সেই বিপদ কাটিয়ে সামনে দিকে চলতে হয়।
আমরা জানি প্রকৃতির গুন, সৌন্দর্য, কথাটা শীতের সময় গাছের পাতা সব ঝড়ে যায় আবার শীত যখন চলে যায় তখন নতুন পাতা গজায় এটাই প্রকৃতির নিয়ম।
প্রকৃতি আমাদেরকে অনেক সময় সমস্যায় ফেলে দেয় যেমন খড়া বন্যা।
আমার রেটিং ★ ★ ★ ★ ★ (5/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
প্রকৃত সৌন্দর্য ★★★★★ 5/5
প্রকৃতি ভালোবাসা ★★★★★ 5/5
প্রকৃতি থেকে কষ্ট ★★ 2/5