চমক ফ্যাব্রিক ব্রাইটনার ৫০ মিঃ লিঃ এর রিভিউঃ

in hive-191303 •  2 years ago 
আমাদের সাদা বা রঙ্গিন কাপড়কে আরো উজ্জ্বল এবং ঝকঝকে রাখার জন্য নানান ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। এইসব পদ্ধতির মধেয় সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে চমক ফ্যাব্রিক ব্রাইটনার। চমক ফ্যাব্রিক ব্রাইটনার ব্যবহার করলে নতুন এবং পুরাতন উভয় কাপড়ে আপনি ফিরে পাবেন আর ও বেশি উজ্জ্বলতা।

image.png
image source

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনাগুনঃ ★★★★ (৪/৫)
ব্যবহারের সুবিধাঃ ★★★★★(৫/৫)
দামঃ ★★★★(৪/৫)

বৈশিষ্ট্য এবং কার্যকারিতাঃ
পণ্যের নাম: ফ্যাব্রিক ব্রাইটনার।
পণ্যের ব্র্যান্ড: চাকা।
ওজন: ৫০ মিলি।

ওয়াশিং পাউডার বা লন্ড্রি সাবান যে কোনটা ব্যবহার করে আমি আমার কাপড় পরিষ্কার করি না কেন চমক আমার কাপড়ের রঙে ঝলমলে উজ্জ্বলতা নিয়ে আসে মাত্র ৩ ফোঁটা ব্যবহারে।
চমক সাদাকে উজ্জ্বল করে এবং সব রঙের পোশাকের গাঢ় রঙের কাপড় থেকে সাদা স্টার্চের দাগ দূর করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা ভালো মানের পণ্য। চমৎকার তথ্য