ভিভো এয়ারফোন, কম দামে মোটামুটি ভালোমানের একটা এয়ারফোন। আমি প্রায় তিন মাস যাবত প্রোডাক্টটি ব্যবহার করে আসছি। এখনো কোন ধরনের সমস্যা দেখা যায় নি। সাদা কালারের এয়ারফোনটি আমি এখনো ব্যবহার করে অনেক ভালো মানের প্রোডাক্ট-ই মনে হচ্ছে।
চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
কোয়ালিটিঃ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৪/৫)
দামঃ ★★★★★ (৫/৫)
এয়ারফোনটির সাউন্ড স্পষ্ট।
দাম ও মোটামুটি হাতের নাগালে।
তুলনামুলক লম্বা কেবলস।
সাদা কালার।
আমি কোন প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টটির রিভিউ দেখে কিনি। আপনাদের প্রত্যেকের উচিৎ প্রোডাক্ট এর রিভিউ দেখে কেনা।