ঈগল ম্যাক্স হিট জাম্বু মশার কয়েলঃ
চুড়ান্ত মতামতঃ
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনগত মানঃ ★★★★ (৪/৫)
মশা তাড়ানোর ক্ষমতাঃ ★★★★(৪/৫)
দামঃ ★★★★(৪/৫)
ঈগল ম্যাক্স হিট জাম্বু মশার কয়েলের বৈশিষ্ট্যসমুহঃ
♦শক্তিশালী মেপারফ্লুথ্রিন সমৃদ্ধ, যা নিমিষেই জীবাণুবাহি মশাকে ঘায়েল করতে পারে।
♦১২ ঘন্টা ধরে মশাকে ঘায়েল করতে পারে।
♦ একটা থেকে আরেকটা কে খুব সহজেই আলাদা করা যায়।
♦ এই কয়েলে কোন ক্ষতিকারক উপাদান ও এন্ড্রিন নাই।
সব শ্রেণির ক্রেতাই এটি কেনার সামর্থ্য রাখেন, তবে নিন্ম শ্রেণির মানুষ এর হাতের নাগালে দাম হওয়ায়, এর বেশিরভাগ ক্রেতাই নিন্ম ও মধ্য শ্রেণির।
মুল্যঃ প্যাকেটের গায়ে লেখা আছে ৬৫ টাকা, তবে আপনি দামাদামি করলে আরো কমে কিনতে পারবেন।
সঠিক কার্যকারিতার জন্য কয়েলটি সবসময় শুষ্ক জায়গায় রাখা উচিত, ফ্যানের বাতাস অথবা ভিজা কোন জায়গায় না রাখাই ভালো।
সব সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিৎ।
সবশেষে বলা যায় অল্প টাকায় মধ্যে সকলের সাধ্যের মধ্যে ভালো রকম একটি প্রোডাক্ট, যেটা আমি ব্যবহার করে বুঝতে পেরেছি।