বোম্বে সুইটস এর পটেটো ক্রাকারসঃ
চিপস শব্দটিই কেমন যেন একটু লোভনীয় তাই না। চিপস বাচ্চাদের খাবার, ছোট বড় সব বাচ্চারাই চিপস পছন্দ করে, খুব কম বাচ্চাই আছে, যারা চিপস পছন্দ করে না। চিপসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বোম্বে সুইটস এর পটেটো ক্রাকারস চিপস। বাংলাদেশে চিপসের যাত্রা শুরুই হয় বোম্বে সুইটস এর পটেটো ক্রাকারস চিপসের হাত ধরে। বাজারে অনেক কোম্পানির চিপস থাকলেও বোম্বে সুইটস এর পটেটো ক্রাকারস চিপসের স্থান কেউ আজ ও দখল করতে পারেনি।
Overall Rating
★ ★ ★ ★ (3.70/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Quality: ★★★★ (4/5)
Price: ★★★★(4/5)
As a child food: ★★★(3/5)
বোম্বে সুইটস এর পটেটো ক্রাকারস অন্য কোম্পানির চিপস থেকে সম্পুর্ণ আলাদা একটি চিপস। এটি মচমচে এবং শুশ্বাদু, এতে আলাদা একটি ফ্লেভার আছে যা অন্য কোন চিপস এ নেই। চমৎকার প্যাকেট।
চিপস বা চিপস জাতীয় কোন খাবারই শিশুদের জন্য স্বাস্থ্যকর নয়। তাই লোভনীয় অথচ শিশুদের জন্য ক্ষতিকর এসব খাবার থেকে শিশুদের দূরে রাখাই ভালো।