মিঃ কুকি বাটার কোকোনাট বিস্কুটের রিভিউঃ

in hive-191303 •  3 years ago 
রিভিউ লেখা সবসময়ই একটি কঠিন কাজ, কারণ রিভিউ লিখতে হলে যে বিষয়টা নিয়ে আমি রিভিউ লিখব, সেই বিষয় সম্পর্কে আগে আমাকে সবকিছু জানতে হবে, আর এই জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে জিনিসটা আগে নিজে ব্যবহার করা। যাই হোক আজকে আমি একটা বিস্কুট খেলাম যেটা খেয়ে আমার মনে হলো যে এই বিস্কুট নিয়ে কিছু লেখা যায়, কারন বিস্কুটটি আমার কাছে অন্যান্য বিস্কুট থেকে কিছুটা ভিন্ন স্বাদের, হালকা মিষ্টি এবং কিছুটা সল্টেজ ধরনের যা ভিন্ন ধরনের স্বাদের অতুলনীয় আভাস। এবার দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মিঃ কুকি বাটার কোকোনাট বিস্কুট।

IMG_20220711_130207_833.jpg

Quality: ★★★★ 4/5
Taste: ★★★★★ 5/5
Price: ★★★★ 4/5
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Overall review rating:
★ ★ ★ ★ (4/5)

পুষ্টি উপাদান সমুহঃ % হচ্ছে Daily value
ক্যালোরিসঃ ৬৫০
মোট ফ্যাটঃ ১৪.৪৪ গ্রাম বা ২২%
সাটুরাটেড ফ্যাটঃ ৬.১৯ গ্রাম বা ৩১%
ট্রান্স ফ্যাটঃ ০ গ্রাম
কোলেস্টেরলঃ ৩.৯৩ মিঃ গ্রাম
সোডিয়ামঃ ১২৮০ মিঃ গ্রাম বা ৫৩%
মোট কার্বোহাইড্রেটঃ ৭৩.৯৬ গ্রাম
ডাইট্রি ফাইবারঃ ০ গ্রাম
মোট সুগারসঃ ১৬.২১ গ্রাম
প্রোটিনঃ ৮.৫৬ গ্রাম
ক্যালসিয়ামঃ ১২৬.৪ মিঃ গ্রাম বা ১৩%
আয়রনঃ ৯.৬২ মিঃ গ্রাম বা ৫৩%
পটাসিয়ামঃ ১০৬২.৩৯ মিঃ গ্রাম বা ৩০%
ভিটামিন এঃ ৫৯.১৭mcg বা ৪%

কোম্পানিঃ এ.টি হক লিমিটেড
আইটেমঃ বিস্কুট
নামঃ মিঃ কুকি বাটার কোকোনাট বিস্কুট
দামঃ ৫০ টাকা
ওজনঃ ১৭৫ গ্রাম
ফ্লেভারঃ মিল্ক ফ্লেভার

IMG_20220711_130235_982.jpg

এটি বাংলাদেশের সব জায়গায়ই পাওয়া যায়। ইহা সব শ্রেণির মানুষের কাছে প্রিয় একটা বিস্কুট, ইহা খালি অথবা চা এবং কফি উভয়ের সাথে মিলিয়ে খাওয়া যায়, অতিথি আপ্যায়নের জন্য উপযুক্ত একটা বিস্কুট।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thanks for your good review. My Overall rating also
★ ★ ★ ★ (4/5).