জনরার - ক্রাইম/থ্রিলার।
ইন্ডাস্ট্রি - মালায়লাম।
আইএমডিবি রেটিং - ৭/১০
পার্সোনাল রেটিং - ৮/১০
হালকা স্পয়লার
আমাদের সবার জীবনেই কিছু সিক্রেট থাকে যেগুলো আমরা কারো সামনেই আনতে চাই না, হাসবেন্ড - ওয়াইফ রিলেশনশীপ হোক কিংবা বেস্ট ফ্রেন্ড দের গ্রুপ। তবুও মাঝে মাঝে ঘটনার জেরে কিছু সিক্রেট সামনে চলে আসে যা আমাদের শকড করে তোলে। আর বলা হয়ে থাকে একটা রহস্য উন্মোচনের সময় আরও অনেক রহস্য একে একে বেরিয়ে আসে।
তেমনি এক রহস্য উন্মোচনের গল্প 12th Man. একটি বন্ধু গ্রুপের গল্প, গ্রুপেরই একজনের আত্মহত্যা কিংবা হত্যার রহস্য খুলতে খুলতে আরও কিছু সিক্রেট রহস্যের সন্ধান মিলবে।
আমার ভালো যথেষ্ট লেগেছে। যথেষ্ট সাসপেন্স ছিল।নিঃসন্দেহে মালায়লাম ইন্ডাস্ট্রির আরেকটা ভালো কাজ। আপনিও দেখে ফেলতে পারেন মুভিটি।
https://relodertechbd.blogspot.com/