চিনে রাখুন এই অসভ্য পুরুষ জাতিকে

in hive-191303 •  3 years ago 

279163563_511667197097146_7537123406045913157_n.jpg
এইযে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে চোরাই জুতার মার্কেট
এই পুরাতন জুতা মার্কেটে আমি কখনো মেয়েদের জুতা দেখি নাই এবং কখনো মেয়েদের কে এর আশেপাশেও দেখি নাই।
কারণটা কি জানেন???
আমাদের মা বোন কিংবা স্ত্রীদেরকে আমরা সবসময় সম্মানের জায়গায় রাখতে চাই।আমাদের বেতনের চেয়েও বেশি মূল্যবান জিনিস দিতে চাই।তাদেরকে সমান অধিকার না দিয়ে দ্বিগুণ কিংবা তারচেয়েও বেশি অধিকার দিয়ে উজ্জ্বল করতে চাই।
তারা কি সেটা বুঝে??নাকি মনে করে বাজারে সবচেয়ে বাজে বস্তুটাই তাকে দিচ্ছি।

তাই আমি বলি বস্তুটির দিকে না তাকিয়ে ওই অভাগা পুরুষটির কপাল আর পায়ের দিকে তাকান বুঝতে পারবেন তার ঘামটা কতটা তিক্ত ছিলো😥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!