ওয়ালটন ইলেকট্রিক মডেল-WK-SS1202 কেটলি-
খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়া আপনি ইলেকট্রিক কেটলির মাধ্যমে চা তৈরি করতে পারবেন।বিশেষ করে শীতের দিনে চুলায় চা করা খুব ঝামেলা। তাই আপনি খুব সহজে ইলেকট্রিক কেটলির মাধ্যমে চা তৈরি করে খেতে পারেন।জগে পানি ভরে সুইচ দিলেই পানি গরম হয়ে যাবে। শীতের সময় ইলেকট্রিক কেটলির চাহিদা বেশি বেড়ে যায়।সারা বছর অফিস,হোটেল , ঘরে পানি গরম করার জন্য এই যন্ত ব্যবহার করা হয়।বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেটলি পাওয়া যায় যেমন-ওয়ালটন, ভিশন, নোভেনা, মিয়াকো, প্যানাসনিক ইত্যাদি।
আমার চূড়ান্ত রিভিউ রেটিংঃ
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Quality: ★★★★ (৪/৫)
Use: ★★★★ (৪/৫)
Price: ★★★★★ (৪/৫)
আজ আমি রিভিউ দেবো ওয়ালটন ইলেকট্রিক মডেল-WK-SS1202 কেটলিরঃ
ইলেকট্রিক কেটলির মধ্যে ওয়ালটন কেটলি আমার কাছে বেশি ভালো লেগেছে।
মাত্র ৫ থেকে ৬ মিনিটে পানি ফুটলে ব্যবহারের উপযোগী হয়।
এক থেকে শুরু করে দশ লিটার পর্যন্ত পানি ধারণ করে।
বিভিন্ন আকারে প্লাস্টিকের ও স্টিলের বডি পাওয়া যায়।
দাম ৫০০ থেকে শুরু করে ৪৫০০ টাকা পর্যন্ত। বিভিন্ন দামে আপনি পাবেন।আপনার পছন্দ মতো নিতে পারবেন।জেলা উপজেলার বিভিন্ন বাজার ও মার্কেটে ওয়ালটনের শো রুম রয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন।