আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল বালতি। আর এই বালতি যদি হয় আর এফ এল এর তাহলে তো কোন কথাই নেই যেমন টেকসই তেমন মজবুত ।অনেক ভালো মানের একটি বালতি ।বালতি দিয়ে শুধু মানুষ গোসল করে না এটি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় যেমন ময়লা ফেলার জন্য বালতির প্রয়োজন হয় ।কোন কিছু রাখার জন্য বালতির প্রয়োজন হয় ।আর এ বালতি যদি ভালো মানের হয় তাহলে সবার জন্য অনেক ভালো হয় ।আর এফ এল এর প্লাস্টিকের বালতিগুলো অনেক ভালো আর অনেক মজবুত হয় ।ভালো করে ব্যবহার করলে এটি অনেক দিন থেকে যায় । অন্যান্য বালতির মতো সহজে ভেঙে যায় না কিংবা ফেটে যায় না ।কিনবো যখন একটু ভালো জিনিস কিনবো। বালতির কালার কোয়ালিটি সবই অনেক ভালো তাই আমাদের উচিত অন্য কোন ব্যান্ডের বাতি ইউজ না করে আরএফএল এর প্লাস্টিক এর বালতি ইউজ করা। এতে ভালো মানের বালতি পাওয়া যায় এবং দামও খুব একটা বেশি না ।আমি আমার বাড়িতে সব সময় আর এফ এল এর জিনিস ইউজ করি তাই আমি সবাইকে সাজেস্ট করব সবাই যেন ভালো মানের জিনিস ইউজ করে ।জিনিসপত্রের কালার গুলি অনেক সুন্দর হয়।
প্লাাস্টিকের ভাঙা চেয়ার, মোড়া, বালতি, বাটিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য একটি মেশিনের প্লেটের ওপর রাখা হচ্ছে। পণ্যগুলো মেশিনের আরেক পাশ দিয়ে ছোট ছোট প্লাষ্টিক চূর্ণ হয়ে বেরিয়ে যাচ্ছে। এই প্লষ্টিকের গুঁড়োগুলো বস্তায় ভরে আরেকটি কারখানার মেশিনে দিয়ে স্বয়ংক্রিয় কয়েকটি ধাপে তৈরি করা হচ্ছে প্লাস্টিক তৈরির কাঁচামাল রেজিন। যা দিয়ে নতুন করে তৈরি হচ্ছে প্লাস্টিকের বালতি, চেয়ার, বেলচা, ফুলের টবসহ ১০০ ধরনের পণ্য।
আরএফএল প্লাস্টিকের বালতির রিভিউঃ
গুনাগুনঃ ★★★★(৪/৫)
দামঃ ★★★★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
ফাইনাল রিভিউ রেটিংঃ
★ ★ ★ ★ (৪/৫)