Consumer Opinion কমিউনিটির সকল সদস্যগণ এবং পরিচালনা বোর্ড এ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশাকরি সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভাল আছেন। আমিও ভালো আছি। Consumer Opinion কমিউনিটির একজন ভেরিফাইড সদস্য হবার জন্য সকলের সাথে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।
আমার পরিচিতি:
আমি সাগর রায় । জন্মসূত্রে একজন বাংলাদেশী এবং মাতৃভাষা বাংলা হওয়ার কারণে মনে প্রাণে একজন বাঙালি। আমার বয়স ২২ বছর। ।রংপুর জেলার এক গ্রামে আমার জন্ম। । রংপুরেই আমার বেড়ে ওঠা এবং স্থানীয় একটি প্রাইমেরী স্কুল থেকেই আমার শিক্ষাজীবন শুরু, আমি মনোহর বিদ্যালয় থেকে ২০১৬ সালে বানিজ্যিক বিভাগ থেকে এস এস সি পাস করি এবং রংপুর সরকারি বিদ্যালয় থেকে ২০১৮ সালে বানিজ্য বিভাগ থেকে এইচ এস সি পাশ করি।
আমার পেশা
বর্তমানে আমি ছাত্র
আমার শখ:
আমাদের সকলেরই কমবেশি শখ রয়েছে। আমিও এর মধ্যে ব্যতিক্রম নই। আমার অন্যতম শখ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো। খেলাধুলার প্রতি অনেক আগ্রহ থাকায় সময় সুযোগ পেলে খেলাধুলা করি, তবে সময় পেলে লেখালেখি করি সময় এবং ছবি দেখি। ছোট বেলা থেকেই লেখা লেখির প্রতি আমার খুব আগ্রহ ছিলো, সেই সুবাদেই যখনই সময় পেতাম তখনই বিভিন্ন উপন্যাস ছোট গল্প লেখার চেষ্টা করতাম এবং লিখতাম ও বটে।
সবশেষে বলতে চাই আমি এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব। এবং এই কমিউনিটিতে পরিচিত এবং অপরিচিত সকলের কাছ থেকে সবসময় সহযোগিতা কামনা করছি। আশা করি যেকোনো প্রয়োজনে সকলের সহযোগিতা পাব।
ধন্যবাদ সকলকে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পরিচিতি জানার জন্য। এবং আমি সকলের সাথে পরিচিত হতে পেরে সত্যিই আনন্দিত। আবারো ধন্যবাদ।
Welcome to our community. Please post any kind of review including products, services, places, food, movie, book, restaurant, and hotel etc. Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit