আসসালামুু আলাইকুুম, সবাই কেমন আছেন! আশা করি ভালো আছেন।
আমি @sujon309 আজকে চলে আসলাম ফেয়ারনেস ক্রিম রিভিউ নিয়ে।
মেয়েরা যেমন তাদের তক ও রুপ চর্চা নিয়ে বেশি যত্নবান ও কৌতুহলী হয় তেমনি বর্তমান সময় এসে ছেলেরাও তাদের তক ও সৌন্দর্যের প্রতি যত্নবান হতে দেখা যায়। তাই ছেলেদের সৌন্দর্য সচেতনতার চাহিদার কথা মাথায় রেখে গার্ণীয়ার বাজারে নিয়ে এলো গার্ণীয়ার মেন পাওয়ারলাইট ওয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিম যা ছেলেদের ত্বকের যত্নের পণ্য সামগ্রীর মধ্যে অন্যতম।
আমার খালাতো ভাই গত প্রায় দেড় বছর যাবত এই ক্রিমটি ব্যবহার করে আসতেছে।
গার্ণীয়ার মেন পাওয়ারলাইট ওয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিমটি ছেলেদের ফেয়ারনেস।
তার কাছে পণ্যটির যেই দিগগুলো ভালো লেগেছে
- তকে ম্যাট লুক ঘ্রাণ এনে দেয় আর লেয়ার পড়ার কারণে দেখতে ফর্সা লাগে
- ৩-৪ ঘণ্টা ত্বক ওয়েল ফ্রী রাখে।
- গরমের খুব ভাল ময়েসচারাইজার এটি।
- খুব সুন্দর ঘ্রান
তার কাছে পণ্যটির যেই দিগগুলো ভালো লাগে নাই
- প্রথম ব্যবহারে ত্বকে দু একটি পিম্পল দেখা দিয়েছে ।
- এবং এর কার্যকারিতা ৪ ঘণ্টার বেশী থাকে না।
পণ্যটি যা দাবি করে-
গার্ণীয়ার মেন পাওয়ার লাইট অয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিম হলো বিজ্ঞান আর প্রযুক্তির এক অনন্য সমন্বয় যাতে রয়েছে সবচেয়ে উপকারী প্রাকৃতিক উপাদান। পণ্যটি দাবি করেছে, এটি ত্বকে 6 ঘন্টা পর্যন্ত তেল নিয়ন্ত্রণ করে এবং এতে লেবুর নির্যাস আর মিনারেল ক্লে দ্বারায় ফরম্যাট করা হয়েছে ফর্মুলেট করা হয়েছে।
রং ফর্সা করার ক্ষেত্রে দারুন কার্যকরী এটি। এতে রয়েছে লেবুর নির্যাস যা আপনার ত্বককে সাথে সাথে উজ্জ্বল করে তোলে আর দীর্ঘক্ষণ সময় ধরে ত্বক ফর্সা রাখতে সাহায্য করে।
এর তেল নিয়ন্ত্রণকারী কার্যকারিতাও চমৎকার। এর উপাদানে রয়েছে মিনারেল ক্লে যা ত্বকের তেল শুষে নিয়ে ত্বককে 6 ঘন্টা পর্যন্ত তেল মুক্ত রাখে। আর এই ক্রীম ব্যাবহার করার মাধ্যমেই আপনি আপনার তেল ফ্রি ফর্সা ত্বকের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন।
মানে ক্রিমটির মূল কাজ হচ্ছে ত্বক থেকে হালকা তেল শুষে নিয়ে তাৎক্ষণিকভাভবে ত্বককে উজ্জ্বল করে তোলে।
আর লেবুর নির্যাস ত্বককে ফর্সা করে এবং মিনারেল প্লে ত্বককে পরিষ্কার রাখে।
এই পণ্য সম্পর্কে আমার খালাতো ভাইয়ের মতামত
ই পণ্যটি ছেলেদের ফেয়ারনেস ক্রিম। যা একদম হালকা নয় এবং স্টিকি নয়। আর এটা ত্বক থেকে তেল চুষে নেয়ার কারণে সত্যিকার অর্থে এটা ত্বককে ফর্সা করে তোলে। যার কারণে ত্বকে সাদা ভাব না এসে ত্বককে ম্যাট লুক এনে দেয়। কারণ এতে রয়েছে মিনারেল ক্লে। তাছাড়া এই গরমের দিনে বিশেষ করে শহর অঞ্চলগুলোতে ছেলেদের ত্বককে ৫-৬ ঘণ্টা পর্যন্ত অয়েল কন্ট্রোল করবে এই ক্রিমটি।
আমার রেটিং
সেরা পণ্য (৪.৮/৫)
পণ্যের গৃুণগতমান ****(৪/৫)
পণ্যের মূল্য ****(৪/৫)
পণ্যের চাহিদা ও উপকারিতা *****(৫/৫)
সর্বপরি আমার রেটিং ****(৪/৫)