নাটক রিভিউ: ’অনামিকা’

in hive-191303 •  2 years ago 

আসসালামুু আলাইকুুম,
সবাই কেমন আছেন! আশা করি ভালো আছেন।
আমি @sujon309
আজকে চলে আসলাম অনামিকা নামের নাটক রিভিউ নিয়ে।



অনামিকা ২.PNG

নাটকের গল্পটা এমন
এই নাটকে তাহসান খানকে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে দেখা যায় পাশাপাশি তিনি পত্রমিতালীও খুব পছন্দ করেন। আর এই সুবাদে কোন একদিন অনামিকা নামের একজনের সাথে পত্রমিতালির সূত্রপাত হয়। কিন্তু দেখা যায় অনামিকা নামের মেয়েটি পত্রমিতালী করতে তেমন একটা আগ্রহী নয়। তাই সে তার বান্ধবীকে চিঠি লেখার কাজ ধরিয়ে দেয়। আর এরই সুবাদে অনামিকার বান্ধবী চিঠি লিখতে লিখতে সে নিজেই স্কুল শিক্ষককে প্রেমে পড়ে যায়। তারপর একদিন স্কুল শিক্ষক পত্রের অনামিকার সাথে দেখা করতে সুদূর সিলেট থেকে রাজশাহী চলে আসে আর তখনই ঘটনাটি অন্য দিকে মোড় নেয়।

onamika 4.PNG
নাটক চলমান সময় ধারণকৃত ছবি

আমার কিছুকথা
চিঠি যুগে পত্রমিতালী খুবই আনন্দের ছিল। সেই সময়ে পত্রের মাধ্যমে সম্পর্ক হওয়ার কাহিনীও ছিল অনেক। আর এ বিষয়টাই পরিচালক খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই নাটকে সবাই অভিনয় করেছেন খুব সাবলীলভাবে। নাটকের নাইকা মৌসুমি হামিদ এর অভিনয়টা দারুণ মনে হয়েছে। তার কথা বলার ধরন, লাজুক লাজুক ভাব, একটা মানুষকে না দেখে পেছন থেকে হৃদয়ের মধ্যে জায়গা দেওয়ার ভাবটা মনোমুগ্ধকর, এককথায় অসাধারণ হয়েছে। এতো সুন্দর করে পরিচালক সেই সময়টাকে তুলে ধরেছেন যে, কিছু সময়ের জন্য সেই আগের দিনটাকে স্মৃতির মধ্যে মাতিয়ে তোলে এবং মনের গভীর থেকে উপলব্ধি করি। নাটকের গল্পটার সাথে তাল মিলিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড টা খুব সুন্দর হয়েছে। কাহিনী চলাকালীন সময়ে একটা ইংরেজি গান উপভোগ করেছি যেটা আমাকে খুব মুগ্ধ করে ফেলেছে।


onamika 3.PNG
নাটক চলমান সময় ধারণকৃত ছবি


নাটক : অনামিকা
রচনায় : মেজবাহ উদ্দিন সুমন
পরিচালনায় : শিহাব শাহীন
চলমান টাইম : ৪৩:৫৯ মিনিট
ভাষা : বাংলা

রেটিং

সর্বপরি আমার রেটিং (৪.৯/৫)

দর্শকের গ্রহণযোগ্যতা *****(৫/৫)
উপভোগের দিগ থেকে ***** (৫/৫)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!