MinnowSchool এর এপ্লিকেশন প্রোফাইল থেকে রিমুভ করার নিয়ম - যাদের পোষ্টে রিওয়ার্ড ⛔ ০.০০ হয়ে যাচ্ছে

in hive-192225 •  2 years ago 

মূলত ভোটিং পাওয়ার যখন মাইনাছে থাকে তখন এমনটা হয়,

যারা আমাদের অটো ভোট দিচ্ছে তাদের ভোট পাওয়ার মাইনাছে অবস্থান করছে, তাদের ভোটিং সাপোর্ট ডিজেবল করে দিতে হবে।

বর্তমানে আমাদের অটো ভোটিং সাপোর্ট দিচ্ছে minnowschool এপ্লিকেশন,

এই minnowschool এর এপ্লিকেশন আমাদের প্রোফাইল থেকে রিমুভ করে দিতে হবে।

minnowschool এর অটো ভোটিং সাপোর্ট ডিজেবল করার প্রসেসঃ

প্রথমে
এই লিঙ্কে প্রবেশ করুন

লিঙ্কে প্রবেশ করল নিচের ছবির মত পেজ আসবে

Screenshot_2022-09-11-09-30-49-48_820b80da67ca34a12f493dfc8307f092.jpg

এখন আমাদের লগইন করতে হবে

লগইন করার জন্য Sign in এ ক্লিক করতে হবে

IMG_20220911_093121.jpg

সাইন ইন এ ক্লিক করলে নিচের মত আসবে।

IMG_20220911_093636.jpg

এখানে স্টিমিট ইউজার নেইম এবং স্টিমিট একাউন্টের প্রইভেট পোষ্টিং কি দিয়ে লগইন করতে হবে।

লগইন হলে নিচের ছবির মত Authorize Apps এ ক্লিক করতে হবে।

IMG_20220911_094014.jpg

এই অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো কোন কোন এপ্লিকেশন কে আমরা আমাদের প্রোফাইলে লিংক করে রেখেছি, এখান থেকেই আমরা minnowschool এর এপ্লিকেশন টি রিমুভ করে দিবো ।

রিমুভ করার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

IMG_20220911_094300.jpg

minnowschool এর পাশে থাকা x চিন্তিত অপশনে ক্লিক করুন।

এর পরে নিচের মত অপশন আসবে

IMG_20220911_094732.jpg

যদি এমন অপশন আসে Yes অপশনে ক্লিক করবেন।

এবং আপনার একাউন্টের প্রইভেট এক্টিভ কী দেয়ার অপশন আসবে

IMG_20220911_094453.jpg

আপনার একাউন্টের প্রইভেট এক্টিভ কি দিয়ে Ok করে দিন।

IMG_20220911_094630.jpg

ব্যাস কাজ শেষ

এখন আর minnowschool এর ভোটিং সাপোর্ট আসবে না

নোটঃ যখন minnowschool এর ভোটিং পাওয়ার এর সমস্যা সমাধান হবে তখন আমরা আবারো এই এপ্সটি আমাদের প্রোফাইলে অথোরাইজেশন দিবো।

এরকম ইমার্জেন্সি এবং উপকারি পোষ্ট গুলো কমিউনিটিতে পিন পোষ্টের তালিকায় থাকবে। তাই যারা শুধ পোষ্ট করেন কিন্তু পোষ্ট পড়েন না তারা পোস্তাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)