একটি অবশ্য পালনীয় কাজের দায়িত্ব অর্পণ কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের প্রতি

in hive-196037 •  2 years ago 

আপনারা সবাই জানেন যে আমার বিজনেস মূলত সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড । e-commerce বিজনেস একটা ইনিশিয়েট করেছি জাস্ট । কিন্তু, এই মুহূর্তে ব্লকচেইন বেসড কোনো বিজনেস নেই আমার । অথচ ব্লকচেইন টেকনোলজি নিয়ে মাতামাতির অন্ত নেই এখন । আর এই প্রযুক্তিটা আমার কাছেও অসাধারণ লেগেছে ।

তাই, আমি ডিসিশন নিয়েছি যে একটা ব্লকচেইন বেসড মিডিয়া কোম্পানি গড়ে তোলা । যেটার ব্যাকবোন রাখতে চাচ্ছি steem blockchain কেই । এটা খুব ফাস্ট, scalable, লাইট এবং secured । আর সব চাইতে বড় কথা এটা ট্রানসাকশান ফী লেস । আর এ উদ্দেশ্যে আমাদের একটা সাইড চেইনও থাকবে যেটা পুরোপুরি ট্রন ব্লকচেইনে নির্মিত হবে ।

আমার স্টিমিটে সকল এক্সিস্টিং কমিউনিটি প্লাস কিছু বন্ধু কমিউনিটি যেখানে আমি অ্যাডমিন বা মড হিসেবে রয়েছি সেগুলোকেও আমার মিডিয়া কোম্পানির পার্টনার হিসেবে নেওয়ার ইচ্ছে রয়েছে । বিশাল ইনভেস্টমেন্ট । বিশাল প্রজেক্ট । অসংখ্য ব্লকচেইন বেসড সফটওয়্যার এবং টুলসও থাকবে আমাদের ।

এ উদ্দেশ্যে আমাদের ফার্স্ট মুভমেন্ট হলো সবার আগে "আমার বাংলা ব্লগ" এর সকল একটিভ, ইনএক্টিভ এবং banned ইউজারদের একটা পূর্ণাঙ্গ ডেটাবেস দরকার ।

কমিউনিটির অ্যাডমিন/মড দের প্রতি অর্পিত দায়িত্ব :
০১. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব সাবস্ক্রাইবার এর একটা লিস্ট চাই ।

০২. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব অথরদের একটা লিস্ট চাই ।

০৩. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব সাসপেন্ডেড অথরদের একটা লিস্ট চাই ।

০৪. শুধুমাত্র স্টিমিট আইডি পেলেই হবে আমার ।

০৫. প্রয়োজনে @faisalamin এর হেল্প নিতে পারবেন আপনারা এই কাজে ।

০৬. আইডির ডেটাবেস প্লেইন টেক্সট ফাইল হিসেবে দিতে হবে । টেক্সট ফাইলের প্রত্যেক লাইনে শুধুমাত্র একটা করে স্টিমিট আইডি থাকবে স্পেস ছাড়া । প্রত্যেকটা আইডি @ দিয়ে শুরু হবে এবং শেষে কোনো স্পেস থাকতে পারবে না ।

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 01)
সময়সীমা : ২৯ নভেম্বর ২০২২ থেকে ০৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত
তারিখ : ২৯ নভেম্বর ২০২২

টাস্ক ১২৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3fc26db838ce088d3c2e7f02eacbae5e04067c410fd36f79d7bfb596b91a04d0

টাস্ক ১২৭ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

HI @niteshanjali99

hope you doing well . We have some restrictive rules on our Steemit platform. You must follow those rules. Copying this post of yours from somewhere else is a violation of our Steemit platform rules. To be a real blogger you must use your creativity . Your content is totally copied from another source . You have to mention or give the link from where you copied content .Otherwise it will be considered as plagiarism .Hope you will try to follow our steemits rules from now on.

Thank you .

Your post are written from this source link .