আইডিবি ভবনঃ বেস্ট মার্কেট প্লেস ফর ল্যাপটপ এন্ড কম্পিউটার

in hive-196038 •  3 years ago 

বন্ধুর ল্যাপটপ নষ্ট হয়েছে। কি প্রবলেম সেটা সে বুঝতে পারছে না! শুধু বললো ল্যপটপ অন করার পার প্রচন্দ শব্দ করে। সম্ভবত কুলিং ফ্যান এ প্রবলেম হয়েছে। তাই ওকে নিয়ে ভাবলাম যাই ঠিক করিয়ে নিয়ে আসি।


20210223_120017.jpg

প্রথমে শান্তিনগর রায়ান্স কম্পিউটার সার্ভিসিং এর জন্য গেলাম। সেখানে ল্যপ্টপ দেখে বললো এটা সার্ভিসিং করাতে হবে। ভিতরে ২ টা কুলিং ফ্যান আছে এবং ২ টাই নাকি নষ্ট হয়ে গেছে। বললো ছয় হাজার টাকা লাগবে ফ্যান দুটো চেঞ্জ করতে।

20210223_115940.jpg

দাম শুনে আমাদের চক্ষু চরগগাছ। তাই ভাবলাম এই মারকেটের অন্য দোকান দেখাবো। অন্য দোকান গিয়ে দেখলাম খরচ পরবে ১৫০০ টাকা। কিন্তু একদিন সময় লাগবে এবং তাদের কাছে ল্যাপটপ রেখে যেতে হবে। তাই আমরা চিন্তা করলাম আইডীবি ভবন যাবো।
20210223_135240.jpg

আইডীবি ভবন ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন এক্সেসরিস বিক্রির বিশাল মার্কেট প্লেস। তাই সেখানে গেলাম। প্রায় সাত বছর পর এখানে আসলাম। তাই প্রায় ভুলেই গিয়েছিলাম এর ভিতরটা কেমন দেখতে।


ভিতরে ঢুকেই কিছু দোকানে কথা বলি কিন্তু কোন দোকানই পছন্দ হচ্ছিল না। কারণ কেউ আমাদের সামনে ল্যাপটপ খুলতে চাচ্ছিল না। অবশেষে টেকল্যান্ড নামে একটা দোকান রাজি হল ।বলল তাদের কোন সমস্যা নেই আমাদের সামনে ল্যাপটপ খুলতে।

20210223_134320.jpg

তাই সেখানেই ল্যাপটপ সার্ভিসিং করালাম। ল্যাপটপ খোলার পর দেখি ভিতরে একটা কুলিং ফ্যান আছে। আমি বললাম চেঞ্জ করে দিতে কিন্তু মার্কেটে এই কুলিং ফ্যাল এভ্যাইলেবেল ছিল না। তাই এটা রিপেয়ার করতে হল ।লোকটা অতিরিক্ত ময়লা জমে ফ্যান টাল হয়ে গেছে তাই এতো শব্দ করছে। ল্যাপটপ রিপেয়ার খরচ ৫০০ টাকা পড়ল। যা শান্তিনগরের মার্কেটের চেয়ে আমার কাছে অনেক সাশ্রয়ী হয়েছে। আসার সময় মার্কেটের ভিতরের কিছু ছবি তুললাম যা আমি ব্লগে ব্যবহার করেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!