THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 1/4/2021 || Shopping Day

in hive-196725 •  4 years ago 

হ্যালো বন্ধুরা ,,,তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। চলো তাহলে আজকের দিনের গল্প শুরু করা যাক।

সকাল

আজকে আমি সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি ।কারন আমার পড়া ছিল বলে। তারপর আমি ঈশান কে ঘুম থেকে তুললাম। আমার আর পড়া হলো না। আমি যেতে পারিনি। কারন আমার আবার খুব ঘুম পাচ্ছিল। শরীরটা খুব খারাপ লাগছিল। ঘুমিয়ে পড়েছিলাম আবার।

রক্ত গোলাপ
IMG_20210311_170812.jpg

আমি ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা নাগাদ। মা, নটা নাগাদ চা করে দিল। বাবা ঐ সময়টাই ওঠে। আমরা একসঙ্গে বসে চা খেলাম। তারপর আমি পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর। মা দশটা নাগাদ ভাত খেতে দিল। ভাত খাওয়ার পর। আমি একটু মোবাইল ঘাটাঘাটি করলাম।

তারপর একটা দাদা আমাদের বাড়িতে আসলো,বাগান পরিষ্কার করতে। বাগানে অনেক গাছ জঙ্গল হয়েছিল। সে পরিষ্কার করে বাড়ি চলে গেলো।

দুপুর

তারপর বারোটা নাগাদ আমি ভাইকে স্নান করিয়ে দিলাম। ভাই টিভি দেখতে বসলো। আমি স্নান করতে গেলাম।

স্নান সেরে কিছু জামাকাপড় কাচা ছিল সেগুলো ছাদে নিয়ে গেলাম মেলতে। তারপর আমি গল্পের বই নিয়ে একটু গল্প পরলাম। পড়তে পড়তে ঘুম ঘুম ভাব পাচ্ছিল। তাই একটু ঘুমিয়ে নিলাম।

তারপর বাবা আসলো । তিনটে নাগাদ আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেলাম। খাওয়া-দাওয়া হয়ে গেলে আমি ফোন ঘাটাঘাটি করলাম কিছুক্ষণ।

বিকেল ও সন্ধ্যা

তারপর পাঁচটা নাগাদ, ছাদে গিয়ে প্রতিদিনের মতো গাছ গুলোতে জল দিলাম।
জলভরা টব
IMG_20210401_075632.jpg

তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাপূজা শেষ করে , মা আর আমি রেডি হলাম। মা আর আমি পয়লা বৈশাখ এর কেনাকাটার জন্য মার্কেটে বের হলাম।

রাত

দোকানে গিয়ে ছোট-ছোট ভাই বোনদের,দিদির মেয়েদের জামা কিনলাম। মাঝে মা ফুচকা খেলো। তারপর একটা দোকানে বসে চিকেন প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। অনেক রাত হয়ে গেলো প্রায় সাড়ে নটা। বাবা এদিকে ফোন করে বকাবকি শুরু করে দিয়েছিল ।কারণ আমরা ঈশানকে বাড়িতে বাবার কাছে রেখে বেরিয়েছিলাম।

সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নটা অব্দি মার্কেট করলাম। বাড়ি এসে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর কিছু খাওয়া-দাওয়া করলাম না ।

এখন শুয়ে শুয়ে তোমাদের সকলকে আজকের দিনের গল্প শেয়ার করছি। ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় কিনতে আমার বেশ মজা লাগছিল। আমিও তিনটে জামা কিনেছি।
পছন্দ
IMG_20210331_195549.jpg
মায়ের সাথে মার্কেটে বের হলে আমার খুব মজা হয়।আমাকে আর মাকে মার্কেটে বার হতে দেখলে বাবা নিজেই ভয় পেয়ে যায়। 😁😂

যাইহোক এবার আমাকে ঘুমাতে হবে ।তাহলে আজকের মত এখানেই শেষ করছি। শুভরাত্রি।

#india

@steemcurator01 , I hope you'll like my new dress.😁 And my simple dairy .

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জামাটা তোমাকে ভালো মানিয়েছে।😍

You have been upvoted by @starlord28, a MOD of the BOI community. We are curating original content that is being produced in the NOI community

Engagement is essential to foster a sense of community. Therefore, we would request our members to visit each other's post in Best of India and make insightful comments

Thank you.