সজনের ডাটা দিয়ে চারাপোনা মাছের ঝোল

in hive-196725 •  4 years ago 

IMG_20210726_145340.jpg
(তৈরি চারাআোনা মাছের ঝোল)

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। সবরকম সাবধানতা অবলম্বন করেই চলছেন।
আমি আজ আপনাদের সামনে এমন একটি রান্নার পদ নিয়ে হাজির হয়েছি। যেটা কেবল মাত্র সুস্বাদু তাই নয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
যে পদটি নিয়ে হাজির হয়েছি সেটা হল চারাপোনা মাছের ঝোল।

IMG-20210726-WA0017.jpg
(চারাপোনা মাছ)

উপকারিতাঃ-

1)চারাপোনা মাছে ভিটামিন CএবংভিটামিনD বেশি পরিমানে থাকে যা হাড়ের বৃদ্ধি করে এবং অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে।

2)এই মাছের মধ্যে থাকা EPA এবং DHA(ভালো ফ্যাট)রক্ততঞ্বিত হতে সাহায্য করে। এছাড়া এগুলো ব্লাড প্রেসার এর ইনফ্লামেশন নিয়ন্ত্রণ করে।

3)ডায়াবেটিস রোগীর সাধারণত ভিটামিনDএর অভাবে ভোগে। এই মাছের মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন D থাকে যা টাইপ-২ডায়বেটিস নিরাময়ে সাহায্য করে।

4)এই মাছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস্
থাকার জন্য এটা UV damage থেকে ত্বককে রক্ষা করে এবং একদিনে, সিরোসিস রোগ থেকে মুক্ত করে।

5)এইমাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীর এবং মস্তিকের বিকাশে সাহায্য করে।
চলুন তাহলে যেনে নেওয়া যাক মাছ রান্নার পদ্ধতিটি

IMG_20210726_145232.jpg
(সজনের ডাটা)

উপকরনঃ-

1)চারা পোনা মাছ(chara pona fish)=6pieces
2)আলু(potato)=2medium size(cut in to finger size)
3)পেঁয়াজ(onion)=1medium size(finely chopped)
4)টমেটো(tomato)=1small ssize(cut in to small pieces)।
5)আদাবাটা(ginger paste)=1tsp
6)জিরেবাটা(cumin paste)=1tsp
7)হলুদ(turmeric powder)=1tsp
8)নুন(salt)=to taste
9)চিনি(sugar)=to taste
10)সজনের ডাটা(drumsticks)=100grm(cut in to finger size)
11)কাঁচালঙ্কা(green chili)=3/4 pieces
12)সরষেরতেল(mustaras per needed

IMG_20210726_145215.jpg
(লম্বা করে কাঁটা আলু)

পদ্ধতিঃ-

1)প্রথমে মাছগুলো একটা পাত্রে নিয়ে ভালো করেধুয়ে নিতে হবে।

2)তারপর মাছগুলো ভালোকরে নুন, হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন ।

IMG-20210726-WA0016.jpg
(মাছে নুন হলুদ মাখানো)

3)কড়াইটি গ্যাসে মাঝারি আঁচে বসিয়ে দিন।

4)কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিন।

5)তেলটি গরম হলে মাছগুলো একে একে ভেজে নিয়ে একটা পাত্রে নাময়ে রাখুন।

IMG-20210726-WA0013.jpg
(মাছ ভাজা)

6)তারপর ঔ তেলে আলুগুলো ভেজেনিন আরেকটি পাত্রে নামিয়ে রাখুন।

IMG_20210726_145423.jpg
(ভাজা আলু)

7)আলুভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলটির মধ্যে আরেকটু তেল দিয়ে এবার কুঁচানো পেঁয়াজ গুলো তারমধ্যে দিয়ে একটু ভেজে নিন।

8)তারপর একে একে আদাবাটা, জিরেবাটা, টমেটো গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিন।

9)এরপর তারমধ্যে নুন, হলুদ ও একটু চিনি দিয়ে শেটা ভালোকরে ৫মিনিট কষাতে হবে।

10)মশলাটা ভালোকরে কষেগেলে তার মধ্যে আলু আর সজনের ডাটা গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিন।

IMG_20210726_145307.jpg
(আলু আর সজনের ডাটা দিয়ে মশলা কষান)

11)এবার পরিমাণ মত গরম জল দিয়ে তারমধ্যে মাছ গুলো দিয়ে দিন। তারপর সেটা ৫মিনিট ঢেকে রাখুন।

IMG_20210726_145407.jpg
(ঝোলে মাছ দেওয়া)

12)৫মিনিট বাদে ঢাকনাটা তুলে সেটা একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন।

Friends believe you all will support and appreciation my mother language bengali besides my post.🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Whenever i see fish, I changed myself as cat

@piudey, very nice and elaborated recipe. Thanks for providing the information of the healthier side of the preparation. Pls keep posting.

@lother68 Thank you for your complement. Stay safe. 😀

Your preparation of food looks amazing. @piudey. keep posting.

@roopk97 Thank you for going through my post 😀. stay safe.

Using drumstick in the curry is a good practice. Keep sharing @piudey

@pulook Thank you for going through my post. 😀

I like to have the fish most, thank you for sharing the recipe elaborately. Keep sharing @piudey

@sduttaskitchen Thank you for your complement. 😀