উরফি কি তার মডেল হিসেবে কাজ করে? আংশিক কাপড় পরা মেট্রোর তরুণী সাড়া দেন।

in hive-196917 •  last year 

image.png

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনচারেক আগের ঘটনা। দিল্লি মেট্রোতে (Delhi Metro Girl) প্রায় অর্ধনগ্ন হয়ে সফর করে ভাইরাল হয়েছিলেন রিদম চান্না (Rhythm Chanana)। ব্রালেট ও মিনি স্কার্ট পরে মেট্রোয় উঠে পড়েছিলেন রিদম। শরীরে নামমাত্র পোশাক ও কাঁধে বড় কালো ব্যাগ নিয়েই ট্রেনে সওয়ার হয়েছিলেন বছর উনিশের কন্য়া। স্বভাবতই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন রিদম। বলা চলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন এই মেয়ে। রিদমকে এই অবতারে দেখে, অনেকেই তাঁর সঙ্গে উর্ফি জাভেদের (Uorfi Javed) সঙ্গে তুলনা টানতে শুরু করেন। কেউ বলেন তিনি নাকি উর্ফিকেই কপি করছেন। কারণ বিচিত্র পোশাক চয়নকে প্রায় শিল্পের পর্যায় নিয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ও টেলি অভিনেত্রী উর্ফি। স্বাভাবিক ভাবেই উর্ফির সঙ্গে তুলনা টানা হচ্ছে রিদমের। এবার রিদম তাঁর মত জানালেন উর্ফিকে নিয়ে।

এক সাক্ষাৎকারে রিদিম বলেন, 'দেখুন, আমি একটা বিষয় নেটদুনিয়ায় পরিষ্কার করে দিতে চাই। আমাকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে দেখলাম যে, বলা হচ্ছে আমি নাকি কয়েক দিন আগেই উর্ফি জাভেদকে চিনেছি। না, আমি বিগত কয়েক মাস ধরে উর্ফিকে চিনি। তবে যখন আমি এরকম পোশাক পরা শুরু করি, তখন আমি উর্ফিকে চিনতাম না। ওঁর ব্যাপারে জানতামও না। আমি গতবছর ডিসেম্বর থেকে ইনস্টাগ্রামে ভিডিয়ো আপলোড করা শুরু করি। লোকে বলতে শুরু করেছে যে, আমি উর্ফিকে নকল করছি। এটা শোনার পরেই আমি উর্ফির প্রোফাইল দেখা শুরু করি। ডিসেম্বরে ইনস্টায় প্রোফাইল রিঅ্যাক্টিভেট করাই। সত্যি বলতে উর্ফিকে দেখার জন্যই ইনস্টা ডাউনলোড করেছিলাম। আমি ফটো আর ভিডিয়ো আপলোড করা শুরু করি। অক্টোবর এবং ডিসেম্বরে আমার ইনস্টাগ্রাম পোস্টে একটা ফারাক আছে। সত্যি বলতে আমি উর্ফিকে পছন্দ করি। আমি অনুপ্রাণিত হই, উর্ফি মোটিভেট করেন আমাকে।'

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!