একবার গৌতম বুদ্ধ এক গ্রামে এক ধর্মীয় সভায় ভাষণ দিচ্ছিলেন।
লোকেরা তাদের সমস্যা নিয়ে তাঁর কাছে যেত এবং সমাধান পেয়ে খুশি হয়ে ফিরে যেত।
একই গ্রামে একজন গরিব লোক রাস্তার ধারে বসে ধর্মসভায় আসা লোকজনকে সাবধানে দেখত।
তিনি খুব অবাক হয়েছিলেন যে লোকেরা খুব বিষণ্ণ মুখে ভিতরে যায়, কিন্তু ফিরে এসে তারা খুব খুশি দেখায়।
সেই দরিদ্রের মনে হল কেন বুদ্ধের সামনে তার সমস্যা তুলে ধরতে হবে না।
এই চিন্তা মাথায় নিয়ে তিনি মহাত্মা বুদ্ধের কাছেও পৌঁছেছিলেন।
লোকজন লাইনে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছিল এবং তিনি হাসিমুখে সবার সমস্যার সমাধান করছেন।