শেয়ার করো তোমার জীবনের প্রথম পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার অনুভূতি || প্রতিযোগিতা-১

in hive-198612 •  2 years ago 

ঘুরতে যেতে কার না ভাল লাগে। সবার কোন না কোন বিশেষ পছন্দের জায়গা আছে সেখানে আমরা কোন না কোন একসময় যেতে চায়। কেউ পারে যেতে আবার কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায়। যদি আপনার স্বপ্নের জায়গায় কখনো যাওয়ার সু্যোগ হয়ে থাকে তাহলে সেটা শেয়ার করুন আমদের সাথে।

Untitled design (1).png

Cover Design: Canva

নির্দেশিকাঃ

  • পোষ্টটি অবশ্যই help4help ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার অনুভূতি কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার অনুভূতি হতে হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না। ফটোগ্রাফি নিজের না হলে সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ২১ জুলাই, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #help4helpcontest-1 এবং #myfirsttravel এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই help4help কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...