নারী।

in hive-198612 •  2 years ago 

images (2).jpeg

Image source
ধর, বিয়ের অনেক বছর পর বুঝতে পারলে, স্বামী যা চেয়েছে,যে ভাবে চেয়েছে - ঠিক ঠিক সেই ভাবেই তুমি এত দিন তার মন জুগিয়ে চলে আসলে। দেখলে, তার ব্যাংক একাউন্ট আছে -সেই টাকা আবার তার নামেই!

তোমার চোখে মুখে প্রশ্ন বোধক চিহ্ন দেখা দিলে, মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে আদর মাখা স্বরে বলে , নমিনী তো তোমাকেই করেছি - আমার মৃত্যুর পর তো সব তোমার ! ব্যাস,পতি পরায়ণা তুমি - মুহূর্তে বিগলিত ।
স্বামী জায়গা কিনলো, বাড়ি করলো - আরও কত কি ! সব ই আবার নিজের নামে, এই হিসেবে কোন গোলমাল নেই । প্রশ্নবোধক চিহ্ন দেখলে তোমার চোখে মুখে আবার , আদর মেশানো গলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে ঐ একই চমৎকার এক কথা !
তুমি মুগ্ধ ! মনে মনে বলো - আমার কি চিন্তা ! আমার তো সব আছে ! স্বামীর মানেই তো আমার !
আহারে ! আহারে !
আরও বছর কাটলো।এখন আর আগের মতো যেন পেরে উঠতে পারো না তুমি সব কিছুতে। কেমন যেন ক্লান্ত ! নেই আগের সেই উচ্ছলতা - চঞ্চলতা । নেই সেই যৌবনের উদ্দামতা। পতিদেবতা কাছে ডাকলে আগের মতো ছুটে যেতে চাই না শরীর - মন । কেমন যেন গড়িমসি ভাব !
অপর পক্ষ পেতে অভ্যস্থ , সে কেন মানবে তোমার এই অবহেলা - আস্পরধা ! তুমি এতদিন ভেবে আসলে , সে বুঝি তোমাকে বুঝে, বোকা ! বরং তুমি ই বুঝোনি যে, এতদিন তার মন মতো সব কিছু চালিয়ে নিয়ে আসছ বলে স-ব ঠিক ঠাক ছিল। এখন পারছো না, সে দোষ তোমার ! সুতরাং খিটিমিটি তো লাগবেই। তুমি কি ভেবেছ , আহ্লাদ করে তোমায় কোলে নিয়ে বসে থাকবে ? হা ! হা ! হা !
আহারে, শখ কতো !
সবে শুরু -
আস্তে আস্তে অশান্তির ডালপালা বাড়তে থাকে। ধীরে ধীরে গড়ে তোলা সুখের সংসার নামক চিরচেনা - চিরস্থায়ী ভাবা ঘরখানা তোমার কেমন জানি অচেনা লাগে। নিজেকে খুব অসহায় মনে হয়, লাগে অপরাধী - অবাঞ্ছিত।
হঠাৎ ই মহাপ্রলয়ের কোন এক দিন তর্ক বিতর্ক,মন কষাকষির এক ফাঁক ফোকরে অভিমান ভরা মনের ভুলে বলে বসলে - থাকবো না এই সংসারে , চলে যাবো দু'চোখ যেদিক যায়......

images (1).jpeg

Image source
অপর পক্ষ নির্লিপ্ত । যেন তোমার থাকা, না থাকা কোন ব্যাপারের পর্যায় ই পড়ে না আর !
তোমার আত্নসম্মানে আসে আঘাত। ভাবলে , আর নই - এ ঘরে আর এক মুহূর্ত থাকা চলবে না। ব্যাগ গুছালে, চৌকাঠ পেরুতেই মনে পড়লো - তোমার নামে তো কোন ব্যাংক একাউন্ট নেই ! নেই ঘর - থাকার কোন জায়গা ! বাপের বাড়ি ততোদিনে ভাইদের বাড়ি। এবার তুমি যাবে কোথায় নারী !?

যে স্বামীর ঘর আগলে রেখেছিলে এতদিন নিজের মনে করে,যে সম্পর্ক মনে হতো জন্মজন্মান্তরের - সে সম্পর্ক কতোই না ঠুনকো ! এ যেন সত্যিই পদ্ম পাতার শিশির বিন্দুর মতো - এই আছে, এই নাই !
নারী, তুমি অন্যের ঘর গোছাও যত্ন করে , নিজের কোন ঘর না করে ! বোকা নারী ! এবার শোন একটুখানি - আগে গোছাও তোমার ঘর , পরে না হয় গোছাইও তোমার প্রিয় পতির ঘর !!!

ভালোবাসা অবিরাম....... আমরা বোকা নারীদের জন্যে।

images.jpeg

Image source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Image source not perfect.