কেন এই যুদ্ধ যুদ্ধ খেলা ?
কেন মানুষ হয়ে মানুষ কে মেরে ফেলা !
কেন ভালোবাসা জাগে না তোমাদের মনে ?
এতো লোভ, হিংসা,ক্রোধ নিয়ে,
মানুষ তুমিই, মানুষের শত্রু হয়ে
মরণ খেলায় মেতেছ যেন পুতুল খেলার নেশায়
এ যেন এক তামাশায় মোড়া ইচ্ছে পুরণের হিংসায়।
এতো এতো মৃত্যু, হয়ে সব প্রেতাত্মা,
ঘুরবে তোমার চারপাশে
দীর্ঘশ্বাস আর চাপা কান্নার আওয়াজ!
ভেবেছ কি বাজবে সানাই হয়ে ?
ভাবছ সব ই সহজ, কেবল হাস্যকর ,
আর সস্তা মানুষের জীবন ?
সত্যি কেবল অর্থ বিত্ত ক্ষমতা
অস্ত্র খেলায় জিতার বাহাদুরি অযথা।
এবার না হয় একটু তাকাও তুমি
নিজেকে চেনো না !
একটু চিনো, একটু জানো নিজেকে,
জানো কি তুমি ?
তুমি যেমন করবে তুমি তেমন।
মানলাম আমি জিতলে তুমি,
সত্যি ই কি জিতলে !?
বিবেক বলে যদি কিছু থাকে তোমার মনে,
এতো ক্ষমতা দাপট দেখিয়ে ও,
বলো -
শান্তি পাবে গিয়ে কোন্ ভূবনে ? ্্ষ্্্্ষ্্্ষ্্্্ষ্্ষ্্্্ষ্
মন আমার বিচিত্র এক স্বপ্ন বোনে,
মানুষ হয়ে করতে পারি বা না-ই পারি কিছুই
কেন যে সাধ জাগে মনে না জানি ,
বড় ইচ্ছে করে এখন -
তোমাদের মনে ভালোবাসার বীজ বুনি ।।।
---------------------------------------
যুদ্ধ নয়,জয় হোক মানবতার,জয় হোক ভালোবাসার -
চাই শান্তি।
দ্বিতীয় ছবি পরিবর্তন করুন। এটা কপিরাইট ফ্রি ছবি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রোফাইলে ছবি যুক্ত করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit