যত্ন আর সহনশীলতা প্রত্যেকটা সম্পর্কে বিদ্দমান থাকলেও
আমরা যে,পরিমাণ কেয়ারলেস এটাতে সবখানে বাধাবিপত্তি লেগেই থাকে। সাধারণত আমরা প্রতিটা পরিবারের দিকে নজর দিলে বুঝতে পারি বাহ্যিক কেয়ারনেস বেশি।
সাধারণত যেখানে যৌথ পরিবারের বসবাস সেখানে, বাঁধভাঙ্গা আনন্দের উপস্থিতি থাকলেও নিজেদের গণ্ডিতে তাদের বিষণ্ণতার অভাব নেই। অথচ নিজেদের এই সাধারণ বিষয়গুলা আমরা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়।
একটা মানুষ আরেকটা মানুষের উপর ভরসা করে সুখ-দুঃখ সয়ে সংসার করে অথচ আজ সেই মানুষটাই যদি বিপদে পাশে না থাকে তাহলে সেখানে কোনভাবেই টিকে থাকা কিংবা বসবাস করা যায় না। তাই আমাদের উচিৎ এসব সুক্ষ বিষয়ে নজর দেওয়া।
আর যে পরিবারে বড় বোন আছে এরা সত্যি ভাগ্যবান।
যেখানে মায়ের পরে,সেই বোন ভাইয়ের যত্নে সর্বোচ্চ কিছু ব্যয় করে। সে সর্বদা তার ভাইয়ের যথেষ্ট সহনশীল ভূমিকা রাখে। এরকম বোনদের আল্লাহ উত্তম প্রতিদান দিক।
আজ এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
copyright free image source: pixabay
ভাইবোন
পৃথিবীর শ্রেষ্ঠ মধুর এবং বিশ্বস্ত সম্পর্কের মধ্যে অন্যতম হলো ভাইবোনের সম্পর্ক।
এখানে খুনসুটি, মায়া ভালোবাসা সব বিদ্দমান।
copyright free image sourcepixabay
যত্ন
যত্ন নেওয়াটা প্রত্যেকের জন্য খুবই জরুরী।
আর যত্ন পাওয়াটা সৌভাগ্যের বিষয়।
যেটা সবার জন্য একরকম হয়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit